Date : 2024-04-29

T-20 Cricket Rohit Sharma: আগামী টি20 বিশ্বকাপ পর্যন্ত রোহিত শর্মার উপরই আস্থা রাখতে চায় বোর্ড কর্তৃপক্ষ

আগামী বছর 4 জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে বসতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এদিকে সামনেই আইডেন মার্কারামদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। হাতে রয়েছে আর মাত্র 6 মাস। সেই সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন সুর্যকুমার যাদব। যদিও ভারতীয় অধীনায়ক হিসেবে আগামী টি20 বিশ্বকাপ পর্যন্ত রোহিত শর্মার উপরই আস্থা রাখতে চায় বোর্ড কর্তৃপক্ষ। সদ্য সমাপ্ত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারের পর ভারতীয় দলের অধীনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসেন বোর্ড শীর্ষনেতৃত্বরা। সূত্রের খবর, সেই বৈঠকে বিসিসিআই সচিব জয় শাহের কড়া প্রশ্নের সম্মুখিন হতে হয় তাদের। তবে পাল্টা প্রশ্ন করতে ছাড়েননি অধিনায়ক। আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে বোর্ড কর্তাদের সরাসরি প্রশ্ন করেন রোহিত শর্মা। পাশাপাশি আগামী সিরিজে তাঁকে অধিনায়ক হিসেবে রাখা হবে কিনা একথাও জানতে চান তিনি। সেদিনের বৈঠকে উপস্থিত থাকা এক বোর্ড কর্তার কথায়, “রোহিত স্পষ্টই বলে, আপনারা যদি আমাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের নেতৃত্বে রাখার জন্য সঠিক বলে মনে করেন তা হলে এখন থেকেই জানিয়ে দিন। সেই মতো মানসিকভাবে প্রস্তুত হওয়া যাবে। কারণ বিশ্বকাপে খেলার জন্য আলাদা রকমের একটা প্রস্তুতি লাগে” এরপরই বোর্ড কর্তারা সহমত হয়ে জানান যে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার জন্য রোহিত শর্মাই যোগ্য ব্যাক্তি। দক্ষিণ আফ্রিকা সিরিজেও টি20 এবং ওডিআইতে তাঁকে খেলতে ও অধিনায়কত্ব করতে অনুরোধ করা হয় বোর্ডের তরফে। যদিও তিনি রাজি হননি। ফলে সব জল্পনার অবসান ঘটল