Date : 2024-05-03

আবারও দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন রিঙ্কু সিং

আরও একটা ম্যাচ, আবারও দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন রিঙ্কু সিং। ব্যাটে বড় রান না আসলেও, ম্যাচ জেতানো পর্যন্ত মাঠে থাকলেন রিঙ্কু। অপরদিকে শিবম দুবে অ্যাটাক করছেন দেখে বাড়তি তাড়াহুড়ো না করে ম্যাচ জেতা পর্যন্ত উইকেটে রইলেন রিঙ্কু। 9 বলে করলেন অপরাজিত 16 রান। মারলেন দুটি বাউন্ডারি। দলের 6 নম্বর স্থানের জন্য বহু ক্রিকেটারই লড়াই চালাচ্ছে, যদিও সেস। বিষয় নিয়ে ভাবছেনই না মহেন্দ্র সিং ধোনির এই ভক্ত। বরং তিনি বলছেন ম্যাচের শেষ পর্যন্ত মাঠে থাকাটা তার কাছে একটি অভ্যাসের মতো তৈরি হয়ে গেছে ভালো লাগে 6 নম্বরে খেলতে, ম্যাচ জেতাতে ভালো লাগে।সাদা মাটা মানুষ রিঙ্কু ম্যাচের পরেও নিজের উচ্ছাস চাপতে পারেননা। রিঙ্কু বলছেন, খেলাটা খুব উপভোগ করেন। এটাই চেষ্টা করি যাতে কম বলে বেশি রান করা যায় মাথা ঠান্ডা রেখে। কারণ তিনিই হিসেবে মতো দলের শেষ ব্যাটার। তাই আগে ভাগে কোনও পরিকল্পনা নয়, বরং যেমন বল আসে তেমনভাবেই সিদ্ধান্ত নিয়ে রান নেওয়ার চেষ্টা করেন, বলছেন রিঙ্কু।দলে বিরাট, রোহিতরা থাকলেও শেষদিকে যে তাকে প্রয়োজন আছে, সেটা বারংবার প্রমাণ করে দিচ্ছেন উত্তর প্রদেশের এই মারকুটে বাঁহাতি ব্যাটসম্যান।