Date : 2024-04-28

আহত হয়েও সোনাজয়ী অশোক- ক্রেডিট সোয়াপরা

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক – ৭ই নভেম্বর ভারত- দক্ষিণ আফ্রিকা ম্যাচের শেষে আতস বাজি পোড়ানোর সময় ভয় পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় কলকাতা মাউন্টেড পুলিশের ঘোড়া ‘ভয়েস অফ রিজনস’- এর। ওই ঘটনায় আহত হয়েছিল আরও ২ ঘোড়া অশোক ও ক্রেডিট সোয়াপ। দীর্ঘদিন চিকিৎসা চলার পর সুস্থ হয়ে তারা পাড়ি দেয় হায়দ্রাবাদে। সঙ্গে ছিল তাদের আরও ২ সঙ্গী ইম্প্রীমাতুর ও রুক্মিণী। প্রতি বছরের মতো এবছরেও সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হয়েছিল ৪২তম অল ইন্ডিয়া পুলিশ ইকুইস্ট্রিয়ান চ্যাম্পিয়নশীপ অ্যান্ড মাউন্টেড পুলিশ ডিউটি মিট। এই প্রতিযোগিতায় ঘোড়পুলিশের কোয়াড্রিল কনটেস্টে সারা দেশের মধ্যে প্রথম স্থান পেয়েছে কলকাতা পুলিশের এই ৪ ঘোড়া।

এই ৪ ঘোড়ার দায়িত্বে ছিলেন ১ জন ইন্সপেক্টর, ২ জন সার্জেন্ট ও ১ জন কনস্টেবল পদমর্যাদার পুলিশ কর্মী। শুধু তাই নয়, কলকাতা মাউন্টেড পুলিশের এক সহিসও জিতে নিয়েছে ব্রোঞ্জ। অল ইন্ডিয়া পুলিশ ইকুইস্ট্রিয়ান চ্যাম্পিয়নশীপ অ্যান্ড মাউন্টেড পুলিশ ডিউটি মিট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল বিভিন্ন রাজ্যের মোট ২২ টি পুলিশ বাহিনী। অংশগ্রহণ করেছিল পশ্চিমবঙ্গ পুলিশও। তারাও কোয়াড্রিল কনটেস্টে রয়েছে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমির নিজস্ব বাহিনী। অল ইন্ডিয়া পুলিশ ইকুইস্ট্রিয়ান চ্যাম্পিয়নশীপ অ্যান্ড মাউন্টেড পুলিশ ডিউটি মিট প্রতিযোগিতায় পয়েন্টের ভিত্তিতে কলকাতা পুলিশ রয়েছে চতুর্থ স্থানে। শতাব্দী প্রাচীন কলকাতা মাউন্টেড পুলিশের এই দক্ষতা সাড়া ফেলেছে গোটা দেশে।