Date : 2024-04-29

“ইংল্যান্ড যদি বাজবল ক্রিকেট খেলতে চায়, তা হলে দেড়-দু দিনেই টেস্ট শেষ হয়ে যাবে”; মহম্মদ সিরাজ

দক্ষিণ আফ্রিকা সিরিজে যে সাফল্য পেয়েছিলেন, ঠিক সে ভাবেই ইংল্যান্ডের বিরুদ্ধে লড়তে মরিয়া মহম্মদ সিরাজ। সাদা বল হোক বা লাল, খেলায় খুব একটা কৌশল বদল করেন না তিনি। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামার আগে যশপ্রীত বুমরার মতোই বিপক্ষ দলকে হুঁশিয়ারি দিলেন মহম্মদ সিরাজ। তাঁর কথায়, ইংল্যান্ড যদি বাজবল ক্রিকেট খেলতে চায়, তা হলে দেড়-দু দিনেই টেস্ট শেষ হয়ে যাবে। এক সাক্ষাৎকারে মহম্মদ সিরাজ বলেন, “আমাদের দেশে প্রতিটি বলে মারা একদমই সহজ কথা নয়। কারণ কখনও বল ঘোরে, আবার কখনও সোজা যায়। তাই আমারা মতে, ভারতের মাটিতে বাজবল খেলাটা অনেকটাই কঠিন। এরপরও যদি ইংল্যান্ড সে ভাবেই খেলে তা হলে আমাদেরই মঙ্গল। কারণ ম্যাচটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।” গত সফরে ভারতীয় দলে দুটো টেস্ট খেলেছিলেন সিরাজ। এবারের পাঁচটি টেস্টের জন্য রান নিয়ন্ত্রণ করাই তাঁর একমাত্র লক্ষ্য। টেস্ট প্রস্তুতি প্রসঙ্গে সিরাজ বলেন, “যত ওভারই বল করি না কেন আমার লক্ষ্য থাকবে রান নিয়ন্ত্রণ করা। উইকেট পেলে খুবই ভালো তবে আমার ধৈর্য ধরে ব্যাটারদের চাপে ফেলার চেষ্টা করে যেতে হবে। আমি যেহেতু নতুন বলে বল করি তাই আমার লাইন-লেন্থ একই থাকতে হবে। উইকেট পেতে গেলে সঠিক জায়গায় দাঁড়িয়েই বল করে যাওয়া দরকার।” বুমরা হোক বা সিরাজ ইংল্যান্ডের বাজবল বিষয়টা তাঁদের কাউকেউ বেশি ভাবাচ্ছে না। তবে বৃহস্পতিবার ময়দানে কী ফলাফল হয় সেদিকেই তাকিয়ে সমর্থকরা।