Date : 2024-05-03

চোটের কারণে বিবিএল থেকে ছিটকে গেল টম কারেন

মার্চে মাসের শেষ সপ্তাহে শুরু হতে চলেছে চলতি মরসুমের আইপিএল। দেড় কোটি টাকার বিনিময়ে আইপিএলের নিলামে বিদেশি ক্রিকেটার টম কারেনকে কিনেছিল রয়্যাল চালেঞ্জার্স ব্যাঙ্গলোর ফ্রাঞ্চাইজি। এবার টুর্নামেন্ট শুরু হওয়ার মাস দুয়েক আগে জোড় ধাক্কা আরসিবি শিবিরে। সিডনি সিক্সার্স vs মেলবোর্ন স্টার্স ম্যাচে গুরুতর চোট পেয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ থেকে সরে যেতে হল টম কারেনকে। তার চোটের কারণে চিন্তা বাড়ছে বিরাট কোহলির দল আরসিবি শিবিরে। কত তাড়াতাড়ি এই চোট সেরে মাঠে নামতে পারবেন কারেন এই নিয়েও জোর জল্পনা। যদিও কতটা চোট পেয়েছেন এবং কী ভাবে সারিয়ে তোলা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি দলের তরফে। যাবতীয় পরীক্ষার পরই তা জানা যাবে। আপাতত অস্ট্রেলিয়া থেকে নিজের দেশে ফিরে যাবেন তারকা ক্রিকেটার। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিবিএল ম্যাচে থেকে কারেনের ছিটকে যাওয়ার কথা জানানো হয়। বিবিএলে চারটি ম্যাচে চারটি উইকেট পেয়েছেন কারেন। এই টুর্নামেন্টের মধ্যে বহুবার আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছেন তিনি। যার জন্য চারটি ম্যাচেই মাঠের বাইরে করে দেওয়া হয়। নিজের এমন কাজের জন্য আম্পায়ারের কাছে ক্ষমা চেয়ে পুনরায় আবার মাঠেও ফিরে এসেছিলেন তিনি। তবে চোট পেয়ে ছিটকে যাওয়ার তার থেকেও বেশি চিন্তায় পড়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবির। কারণ এবারের আরসিবির বোলিংয়ের প্রধান বিদেশী মুখ হতে চলেছিলেন তিনি। এছাড়াও তার অলরাউন্ড পারফরমেন্সের জন্যই তাকে দলে নিয়েছিল বিরাটের ফ্র্যাঞ্চাইজি। চোট সারিয়ে কত তাড়াতাড়ি মাঠে ফিরছেন এখন সেটাই দেখার। সেই অপেক্ষাতেই আপাতত থাকছে আরসিবি টিম ম্যানেজমেন্ট।