Date : 2024-04-29

৮ বছরের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা সন্দীপ লামিছানের

আদালতে আগেই এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। এবার নাবালিকাকে ধর্ষনের অভিযোগে নেপাল ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিছানেকে 8 বছরের কারাদন্ড ও নেপালি মুদ্রায় প্রায় 3 লক্ষ টাকা জরিমানা করল কাঠমাণ্ডু জেলা আদালত। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে নেপালি মুদ্রায় প্রায় 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। 17 বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে 2022 -এর সেপ্টেম্বর মাসে লামিছানের নামে গ্রেফতারের নোটিশ জারি হয়। 6 অক্টোবর 2022 দেশে ফেরার সময় ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা তারকা ক্রিকেটার সন্দীপকে। এরপর 2022 -এর 29 ডিসেম্বর লামিছানেকে দোষী সাব্যস্ত করে নেপালের জেলা আদালত। অবশেষে এক বছরেরও বেশি সময় পর লামিছানের বিরুদ্ধে সাজা ঘোষাণা করে আদালত। ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়ার পর আরও বড় খাঁড়া নেমে এল তাঁর জীবনে। ক্রিকেটিং বডি অফ নেপাল সব ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক খেলা থেকে তাঁকে নির্বাসিত করেছে। গত বছর ফেব্রুয়ারিতে নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিপক্ষে নেপাল খেলতে নামে। কিন্তু ম্যাচের শেষে প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা সন্দীপ লামিছানের সঙ্গে করদর্ন করতে চাননি। যদিও সন্দীপ লামিছানের আইজীবী সরোজ ঘিমিরে সূত্রে খবর, উচ্চ আদালতে আবেদন করবেন তারা।