Date : 2024-04-29

ছাত্রীকে শাসন করায় প্রহৃত শিক্ষিকা, বজবজ থানায় অভিযোগ দায়ের

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েতের রাজারামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে বকাবকি করায় শিক্ষিকাকে মারধর। বুধবার সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে সামান্য বকাবকি করে ছাত্রীকে ক্লাসের মধ্যে দাঁড় করিয়ে রাখেন ওই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা অমৃতা মিত্র দত্ত। বাড়ি ফিরে অসুস্থবোধ করেন ওই ছাত্রী বলে জানা গেছে। বুধবারের এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই শিক্ষিকার উপর চড়াও হয় সপ্তম শ্রেণীর ওই ছাত্রীর বাবা। বৃহস্পতিবার স্কুলে যাওয়ার সময় রাষ্ট্রবিজ্ঞানের ওই শিক্ষিকাকে অটো থেকে নামিয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করেন ছাত্রীর বাবা। এই ঘটনায় হতবাক হয়ে যান প্রহৃত শিক্ষিকার সঙ্গে থাকা তাঁর সহকর্মীরাও। স্কুলের পাশেই সপ্তম শ্রেণীর ওই ছাত্রীর বাড়ি, যার ফলে ঘটনার সময় স্থানীয়রা ছাত্রীর বাবা অরুণ মণ্ডলকে বাধা দেওয়ার চেষ্টা করেন। অভিযুক্ত এরপর এলাকা ছেড়ে বাইক নিয়ে চম্পট দিলেও ছাত্রী ও তাঁর মাকে স্কুলে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌছয় বজবজ থানার পুলিশ। ওই ছাত্রী ও তাঁর মাকে জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় নিয়ে গেলেও অভিযুক্ত অরুন মণ্ডল এখনও পলাতক। বজবজ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বেহালার বাসিন্দা শিক্ষিকা অমৃতা মিত্র দত্ত। ঘটনায় স্কুলের অন্যান্য শিক্ষিকারা যথেষ্ট ভীত।