Date : 2024-04-28

মিহির ও সৌম্যার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন; দাবি ধোনির আইনজীবীর

কয়েক সপ্তাহ আগে মিহির দিবাকর ও তাঁর স্ত্রী সৌম্যা দাসের বিরুদ্ধে প্রায় 15 কোটি টাকার প্রতারণার অভিযোগ করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যদিও মিহির দিবাকর ও সৌম্যা দাস পাল্টা দাবি করেন, তাঁদের বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ একেবারেই ভিত্তিহীন। ধোনির এই অভিযোগকে চ্যালেঞ্জ করে মিহির, বলেছিলেন তাদের বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ধোনির এই আর্থিক প্রতারণা মামলার পরিপ্রেক্ষিতে ধোনির বিরুদ্ধেই মানাহানির মামলা দায়ের করেছিলেন মিহির দিবাকর ও সৌম্যা দাস। মুলত সমাজমাধ্যম এবং সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতেও মানহানির মামলা করেছিলেন তাঁরা। এবার মিহির ও সৌম্যার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন ধোনির আইনজীবী। ধোনির আইনজীবী আদালতে এসে তাদের পক্ষের সমস্ত নথি জমা দিয়ে বলেন, ধোনির কাছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনও কোনও কাগজ এসে পৌঁছায়নি। আদালতের তরফে তিনি শুধুমাত্র মামলার কথা জানতে পেরেছেন। ফলে বিষয়টি তাদের কাছেও একটা ধোঁয়াশার আকার নিয়েছে। সব কিছু শুনে, আদালতের তরফে নির্দেশ, মামলাকারীরা যার ভিত্তিতে মামলা করেছেন সেই সমস্ত কাগজ পত্র আগামী তিন দিনের মধ্যে ধোনিকে দিতে হবে। তবে দিল্লির হাইকোর্ট এই বিষয়ে কোনও অন্তর্বর্তিকালীন রায় দিতে রাজি নয়। সমাজমাধ্যম এবং সংবাদমধ্যমে প্রকাশিত তথ্যেও ভিত্তিতে যে মামলা সে বিষয়েও কোনও রায় দেয়নি দিল্লি হাইকোর্ট। 3 এপ্রিল মামলার পরবর্তী শুনানী।