Date : 2024-04-29

দ্বিতীয় টেস্টে সাফল্য পেতে পরামর্শ দিলেন অনীল কুম্বলে

আগামী 2 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারতীয় শিবির। হায়দ্রাবাদে প্রথম টেস্টে চোট পেয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন কেএল রাহুল, রবীন্দ্র জাডেজা। তাই দ্বিতীয় টেস্টে জয়ের মুখ দেখতে কৌশল সাজাতে মরিয়া রোহিত শর্মারা। এমনই আবহে দ্বিতীয় টেস্টে সাফল্য পেতে গেলে কী করণীয় তারই পরামর্শ দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন কোচ অনীল কুম্বলে। প্রাক্তন অধিনায়কের মতে দ্বিতীয় টেস্টে সাফল্য পেতে গেলে চার স্পিনার খেলিয়ে দেওয়া উচিত। পাশাপাশি রবীন্দ্র জাডেজার অবর্তমানে কুলদীপ যাদবই সেরা বিকল্প বলেই মনে করছেন তিনি। তা হলে কী ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় প্রাক্তন অধিনায়কের পরমর্শ মেনে গুটি সাজাবেন? প্রশ্ন ক্রিকেট মহলের। কুলদীপকে নিয়ে কুম্বলে বলেন, “আমি জানি না রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড় আদৌ চার স্পিনারকে মাঠে নামাবেন কি না তবে আমার মতে এই মূহুর্তে যা পরিস্থিতি তাতে ইংল্যান্ডকে হারাতে হলে এক পেসার ও চার স্পিনারের কম্বিনেশনে দল সাজানো উচিত। কারণ শুরু থেকেই ভারতীয় শিবিরকে চাপে রাখার জন্য ইংল্যান্ড প্রথম টেস্টেই চার স্পিনারকে মাঠে নামিয়েছিল। তাই রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেলের সঙ্গে কুলদীপ যাদব এবং ওয়াসিংটন সুন্দরকে রেখেই দল গড়া উচিত।” বোলিং নিয়ে পরামর্শ দিলেও ভারতীয় ব্যাটারদের মানসিকতা একেবারেই মেনে নিতে পারছেন না কুম্বলে। এ প্রসঙ্গে তিনি বলেন, “ভারতীয় দলের বেশ কিছু ব্যাটার আছে যারা স্পিন বোলিংয়ে ভালোভাবে খেলতে পারছেন না। একাধিক ব্যাটারের ফুটওয়ার্কে সমস্যা রয়েছে। স্পিন খেলার নেতিবাচক মানসিকতা, ফুটওয়ার্কের সমস্য, এগুলো শুধরাতে না পারলে ভারতীয় শিবিরে আরও চাপ বাড়বে। ঘরের মাঠে এমন পারফরম্যান্স একেবারেই মেনে নেওয়া যায় না।”