Date : 2024-04-27

শনিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে রাত সাড়ে বারোটায় মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল

শনিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে রাত সাড়ে বারোটায় মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। তাঁদের প্রতিপক্ষ মরক্কো। সাধারণত ক্রিশ্চিয়ানোর দল যখনই প্রতিযোগিতায় নামে তখনই ফেভারিট হিসেবে নামে। এই ম্যাচে অবশ্য অতি বড় ফুটবল বিশেষজ্ঞও পর্তুগালকে ফেভারিট ধরতে পারবে না। তার কারণ অবশ্যই গত ম্যাচে স্পেনকে হারিয়ে চমকে দেওয়া মরক্কো দল। এছাড়াও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে গত ম্যাচের প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার পর পর্তুগিজ ড্রেসিং রুমের পরিস্থিতি খুব একটাও ভালো নয়। 6-1 গোলে জিতলেও কোচের সঙ্গে একটা শিতল সম্পর্ক হয়ে গেছে সিআরসেভেনের। দলের সেরা তারকা যিনি ফার্নান্দো স্যান্তোসের জমানায় একের পর এক ম্যাচ পর্তুগালকে জিতিয়েছেন, তার সঙ্গে কোচের এই সম্পর্ক মোটেই স্বাস্থ্যকর নয়, তা বোঝেন সকলেই। এই পরিস্থিতিতে ড্রেসিং রুম এবং মাঠ দুই জায়গাতেই পরীক্ষার মুখে পর্তুগালের কোচ। মরক্কো শিবির গত ম্যাচে স্পেনকে শুধু রক্ষণ আটো সাটো করেই আটকে দিয়েছিল। স্পেনের আক্রমনভাগের তুলনায় মুলক কম অভিজ্ঞ ফুটবলাররা তাদের ডিফেন্সে ধরা দিয়ে দিচ্ছিল। সেদিক থেকে পর্তুগালের মিডফিল্ড এবং আক্রমন কিছুটা সঙঘবদ্ধ। এই ম্যাচে আরও একবার বেঞ্চে বসতে হচ্ছে রোনাল্ডোকে। তবে প্রথমার্ধে গোল না মিললে এই ম্যাচে হাফটাইমের মধ্যেই নামিয়ে দেওয়া হতে পারে সিআর সেভেনকে। কারণ রোনাল্ডোর অভিজ্ঞতা এবং এরিয়াল বলের ক্ষেত্রে তার কুশলতাই পর্তুগালের শক্তি হতে পারে। প্রথমার্ধে গোল না আসলে, মরক্কো এবং পর্তুগালের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারেন যিনি, তিনি আর কেউ নন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ম্যাচেও ডিফেন্সে থাকছেন রাফায়েল গুরেরো এবং দিয়েগো দালোত। নুনো মেন্ডেজ এবং দানিলোর চোট থাকায় দুজনেই হয়ত এই ম্যাচে খেলবেন না। ফলে ডিফেন্সে খুব বেশি অপশন নেই স্যান্তোসের হাতে। একঝলকে
পর্তুগালের সম্ভাব্য একাদশ- ফর্মেশন 4-3-3
ব্রুনো রামোস ফেলিক্স
বার্নার্ড সিলভা ওটাভিও কার্ভালহো
দিয়েগো পেপে রুবেন দিয়াজ গুরেরো
কোস্তা
গ্রুপ লেগ এবং শেষ ষোলোয় কি ফল করেছে পর্তুগাল, দেখে নে঵৤
বিশ্বকাপে পর্তুগাল
ঘানাকে প্রথম ম্যাচে 3-2 গোলে হারায় পর্তুগাল
দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে 2-0 গোলে হারায় পর্তুগিজরা
তৃতীয় ম্যাচেই ছন্দপতন, দঃ কোরিয়ার বিপক্ষে 1-2 গোলে হারে পর্তুগাল
সুইৎজারল্যান্ডকে 6-1 গোলে হারিয়ে কোয়ার্টারে এসেছে পর্তুগিজরা
শেষ ম্যাচে 6-1 গোলে জয় স্বভাবতই আত্মবিশ্বাস বাড়িয়েছে পর্তুগালের। এদিকে স্পেনকে চমকে দেওয়া মরক্কো দল এই ম্যাচেও তাদের পছন্দে ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স পন্থাই অবলম্বন করবেন
পরিস্থিতি বুঝে চকিতে আক্রমন করে পর্তুগিজ ডিফেন্সের পরীক্ষা নিতে চাইবেন মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই। গত ম্যাচে রোমান সাইস এবং সোফিয়ান আমরাবত চোট নিয়েই মাঠে নেমেছিলেন। ম্যাচের আগে ফিট হয়ে ওঠার লড়াই লড়ছেন নায়েফ আগুয়ার্ডও। মুলত রক্ষণাত্মক ফুটবল অবলম্বন হলেও চেলসির জিয়েক, সেভিয়ার এন নেসরিদের মাঝমাঠে নেমে এসে পর্তুগিজ আক্রমন আটকানোর দায়িত্ব দিচ্ছেন কোচ। কাতারে স্বপ্নের ফুটবল উপহার দিয়ে শেষ আটে এসেছে মরক্কো। বেলজিয়াম, স্পেনকে হারানোর পাশাপাশি ক্রোয়েশিয়ার সঙ্গেও ড্র করেছে মরক্কো। পর্তুগালর বিপক্ষে তারা আন্ডারডগ বলা যাবে না। কারণ ম্যাচ হতে চলেছে সেয়ানে সেয়ানে লড়াই। ম্যাচ 120 মিনিটে নিয়ে যেতে পারলেই বডভান্টেজ মরক্কো। তাই তিনি চাইবেন নির্ধারিত সময় জয় না আসলেও গোল হজম না করা। একঝলকে মরক্কোর সম্ভাব্য একাদশ-
মরক্কোর সম্ভাব্য একাদশ- ফর্মেশন 4-3-3
বুফল এন নেসরি জিয়েচ
সেলিম আমরাবত উনাহি
মাজরাউই সাইস আগুয়ার্ড হাকিমি
বোনো
নেগেটিভ ফুটবল হোক বা পজিটিভ, ফুটবলে শেষ কথা বলে গোল। আর সর্বশেষে জয়। 2006-এর ইতালির পন্থা অবলম্বন করে কিভাবে শেষ আটে এল মরক্কো, দেখা যাক৤
বিশ্বকাপে মরক্কো
প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে মরক্কো
দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামকে 2-0 গোলে হারায় হামিক জিয়েচরা
তৃতীয় ম্যাচে কানাডাকে 2-1 গোলে হারায় মরক্কো
স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় এসেছে মরক্কো
হাড্ডাহাড্ডি ম্যাচের আগে পরিসংখ্যান কারোর দিকেই নেই। একঝলকে হেড টু হেড
পর্তুগাল বনাম মরক্কো
হেড টু হেড
ম্যাচ 2
পর্তুগাল জিতেছে 1
মরক্কো জিতেছে 1
1986 সালে 3-1 গোলে পর্তুগালকে হারিয়েছিল মরক্কো
2018 বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে মরক্কোকে হারায় পর্তুগাল
এখন দেখার জীবনের শেষ বিশ্বকাপে কি মরক্কোর বিপক্ষে স্বপ্নপূরণ হয় রোনাল্ডোদের। নাকি স্বপ্নের ফুটবল উপহার দিয়ে শেষ হাসি হাসবে মরক্কো, উত্তর দেবে সময়ই।