Date : 2024-05-06

ম্যারাথনে আহত মুরলীধর শর্মা

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- প্রতি বছরের মতো এই বছরও রেড রোডে আয়োজন করা হয়েছিল কলকাতা পুলিশ হাফ- ম্যারাথনের। এই অনুষ্ঠান চলাকালীনই ঘটে গেল বিপত্তি। তোরণ ভেঙে আহত হলেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (১) মুরলীধর শর্মা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। ম্যারাথনের শেষ পয়েন্টে ছিল একটি বড় তোরণ। শীতের সকালের দমকা হাওয়ায় আচমকাই ভেঙে পড়ে তোরণটি। তোরণের ঠিক নিচেই দাঁড়িয়েছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার। ঘটনায় চোট লাগে তাঁর মাথায়, কাঁধে ও পিঠে।

মুরলীধরের চোট তেমন তীব্র নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে যেহেতু মাথায় আঘাত লাগে তাই সিটি স্ক্যান, এমআরআই করা হয় তাঁর। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মুরলীধর শর্মার পাশাপাশি মাথায় আঘাত পেয়ে আহত হন হাফ- ম্যারাথনে অংশগ্রহণ করা এক মহিলা প্রতিযোগীরও। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। সমগ্র ম্যারাথন পরিচালনার দায়িত্বে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।