Date : 2024-05-02

তৃতীয় টেস্টেও খেলছেন না বিরাট কোহলি

ব্যাক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে খেলবেন না বিরাট কোহলি সে কথা আগেই জানিয়েছিলেন তিনি। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাড়িয়েছে ভারত। 15 ফ্রেব্রুয়ারি থেকে শুরু তৃতীয় টেস্ট। এবার তৃতীয় টেস্টে দল প্রকাশের আগেই জানা গেল যে সেই ম্যাচেও খেলছেন না কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে লন্ডনে রয়েছেন বিরাট। সেখানেই জন্ম নিতে পারে তাঁর দ্বিতীয় সন্তান। যা থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে বিরাটের অনুপস্থিতি আরও জোরালো হয়েছে। পরের তিনটি টেস্টেও যে কোহলি খেলবেন না সে কথা নাকি বোর্ডকে আগে থেকেই জানিয়ে ছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে দুর্দান্ত লড়াই করেও ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড পারজিত হওয়ায় তৃতীয় টেস্টে ম্যাচ জিততে নানা পরিকল্পনা সেরে মাঠে নামবে ইংল্যান্ড। দুই দলের কাছেই তৃতীয় টেস্ট যে খুবই গুরুত্বপূর্ণ টেস্ট হতে চলছে এ কথা বলাই বাহুল্য। তাই তৃতীয় টেস্টে বিরাট কোহলি না থাকায় ভারতীয় শিবিরে জোর ধাক্কা বলেই মনে করছেন অনেকে। বিসিসিআই-এর এক কর্তার বলেন, “রোহিত শর্মা ও টিম ম্যানেঞ্জমেন্টের সঙ্গে কথা বলেই সিরিজের প্রথম দুই ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। অনেকদিন আগে থেকেই বোর্ডের কাছে ছুটির আবেদন করে রেখেছিলেন বিরাট কোহলি। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় ওর ছুটির দরকার ছিল। কিন্তু টেস্টে শুরুর কয়েকদিন আগেই বিরাট কোহলি জানান ব্যক্তিগত কারণে তাঁর এই সময়ই ছুটি প্রয়োজন।” অন্যদিকে, তৃতীয় টেস্টে বিরাট কোহলির অনুপস্থিত থাকলে ইংল্যান্ডের অনেকটাই সুবিধা হবে বলে জানিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন। পাশাপাশি এও জানান, দু-দলের কাছে এই টেস্ট খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় টেস্টে বিরাট না খেললে ভারতীয় শিবিরেই অনেক সমস্যা হতে পারে।