Date : 2024-05-02

মেট্রোর কাজে ক্ষতিগ্রস্ত বাড়ি ফিরিয়ে দিল মেট্রো

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ইস্ট- ওয়েস্ট মেট্রোর কাজে ক্ষতিগ্রস্ত হয়েছিল বউবাজার এলাকার একাধিক বাড়ি। কোনও বাড়ি ভাঙা পড়ে তো কোনও বাড়িতে ফাটল ধরে। ক্ষতিগ্রস্ত বাড়ি গুলি মেট্রোর কাজ শেষ হওয়ার পর মেরামত বা পুনর্নির্মাণ করে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছিল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড। সেই মতো বাড়ি ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। বর্তমানে এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ পর্যায়। তাই প্রতিশ্রুতি মতো ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মেরামতি ও পুনর্নির্মাণের কাজ শুরু করেছে কেএমআরসিএল। ইতিমধ্যে ৬বি দুর্গা পিথুরী লেনের যে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছিল তা মেরামত করে বাসযোগ্য করে তুলে বাড়ির মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এই বাড়িটি ছাড়াও বর্তমানে ১৯/১এ দুর্গা পিথুরী লেন এবং ১২ মদন দত্ত লেনের দুটি বাড়ির মেরামতের কাজ প্রায় ৭০% শেষ। এই দুটি বাড়িও খুব তাড়াতাড়ি বাড়ির মালিকের হাতে তুলে দেওয়া হবে। ১/৪, দুর্গা পিথুরী লেনের বাড়িটির মেরামতের কাজ সবে শুরু হয়েছে। ১৯ নম্বর, দুর্গা পিথুরী লেনের ক্ষতিগ্রস্ত বাড়িটির মেরামতের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। ইঞ্জিনিয়াররা এই ক্ষতিগ্রস্থ বাড়িগুলি মেরামতের সময় ফাউন্ডেশনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেওয়ালগুলির জন্য হাই- টেনসাইল স্টিল (এইচটিএস) স্টিচিং এবং অ্যাপোক্সি গ্রাউটিং করেছেন। পাশাপাশি যেখানে প্রয়োজন হয়েছে সেখানে পুনরায় মেঝে তৈরি করা হয়েছে। মেরামত করার ফলে এসব বাড়ির আয়ু অনেকটাই বাড়ছে। এরই পাশাপাশি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়িগুলিও পুনর্নির্মাণ করা হচ্ছে। এই কাজ শেষ হলে বাড়ির মালিকরা আবার বসবাস শুরু করবে নিজের বাড়িতে।