Date : 2024-04-28

২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা।

নাজিয়া রহমান, সাংবাদিক : ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। নকল ও প্রশ্ন ফাঁস রুখতে কড়া ব্যবস্থা গ্রহন করেছে পর্ষদ। এবার এগিয়ে এসেছে পরীক্ষা শুরুর সময়। বেলা ১২টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে বেলা ৯.৪৫ থেকে।

আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এগিয়ে এসেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবারের মাধ্যমিক। এবারে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ লক্ষ ২৩ হাজার। প্রতিবছর বেলা বারোটা থেকে শুরু হয় মাধ্যমিক। তবে এবার এগিয়ে এসেছে পরীক্ষার সময়। পরীক্ষা শুরু হবে বেলা ৯.৪৫ মিনিট থেকে, চলবে বেলা ১টা পর্যন্ত। পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশ করতে পারবে, প্রশ্নপত্র বিতরণ শুরু হবে বেলা ৯টা ৪৫ থেকে, জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।প্রশ্ন পত্রের ওপরে লেখা সিরিয়াল কোড পরীক্ষার্থীদের উপস্থিত খাতায় সই করার সময় নির্দিষ্ট স্থানে লিখতে হবে, ও নিজের উত্তরপত্রের ওপরে লিখতে হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার আগে পর্ষদের তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। পর্ষদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের কাছে অনুরোধ করা হয়েছে যাতে তারা পরীক্ষা কেন্দ্রে মোবাইল বা অন্যান্য নিষিদ্ধ বস্তু নিয়ে না আসে। রাজ্যে ২৬৭৫ টি কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষাকেন্দ্রগুলিতে সিসিটিভি দ্বারা নজরদারি করা হবে। নকল বা প্রশ্ন ফাঁস রুখতে কড়া ব্যবস্থা গ্রহন করেছে পর্ষদ।