Date : 2024-04-30

বৈশাখ জুড়ে তীব্র অস্বস্তি, সতর্ক করল আবহাওয়া দফতর

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: বৈশাখ মাস করতেই রাজ্যজুড়ে গ্রীষ্মের দাবদাহ। বৈশাখ মাসের দ্বিতীয় দিনেই কলকাতার তাপমাত্রা পারদ ছুঁয়ে ফেলল ৩৮ ডিগ্রির ঘর। আপাতত এই গরম থেকে মুক্তির কোন খবর শোনাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর

সোমবার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। এর সাথে বজায় থাকবে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া। সপ্তাহ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতায় ৩৮ আর পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি পেরিয়ে যাবে পারদ। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দফতরের। তবে যাদের একান্তই এই সময়ের মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে তাদের সমস্ত রকম সতর্কতা মেনে সমস্ত প্রয়োজনীয় জিনিস নিয়ে বাড়ি থেকে বেরোনোর কথা বলা হয়েছে সঙ্গে অবশ্যই রাখতে হবে ছাতা টুপি গ্লুকোন ডি।

তবে তাপমাত্রা বাড়লেও উত্তরে বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। উত্তরবঙ্গের নীচের তিন জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। অন্যদিকে আগামীকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। যদিও সেই বৃষ্টিতে কোন স্বস্তি মিলবে না