Date : 2024-04-29

Ram Nabami : রামনবমীতে অযোধ্যায় মহোৎসব

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: দেশজুড়ে রামনবমী পালিত হচ্ছে বুধবার ৷ বিশেষ এই দিনটিতে এই বছর অযোধ্যার রাম মন্দিরে ভিড় জমিয়েছেন বহু ভক্ত। গত ২২জানুয়ারি শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠার পর আজ প্রথম তার জন্মতিথি পালিত হচ্ছে সেখানে ৷ তাই ভক্তদের মধ্যে রয়েছে বাঁধভাঙা উৎসাহ যা নজর কেড়েছে সকলের ৷

দুপুর ১২ টার সময় সূর্যতিলক অভিষেকের আয়োজন করা হয়। মূলত বৈজ্ঞানিকদের পরিশ্রম ও প্রযুক্তির আশীর্বাদে সূর্যের আলোকে ঠিক দুপুর ১২ টায় প্রতিফলিত করা হয় রাম লালার ভ্রু-যুগলের মাঝে। এ বছরই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে রাম মন্দিরের তরফে। সূত্রের খবর এরপর প্রতিবছরই রামনবমীতে সূর্য তিলক হবে রামলালার। বুধবার রামনবমীতেও সব দর্শনার্থীদের কাছে দেখা দেবেন রামলালা। এদিন ভোর থেকে হাজার হাজার ভক্ত অযোধ্যার রামমন্দিরে ভিড় জমিয়েছেন।

রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দেশজুড়ে আমার পরিবারের সকলকে শ্রীরামের জন্মোৎসব রামনবমীর অনের শুভেচ্ছা। এই পবিত্র উৎসবের দিন আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। নিজেকে কৃতার্থ মনে করছি। এটা শ্রীরামের কৃপা, এ বছর আমি কোটি কোটি দেশবাসীর সঙ্গে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী থাকতে পেরেছি। অযোধ্যানগরীর সেই স্মৃতি এখনও আমার মনের মণিকোঠায় গাঁথা রয়েছে।’