Date : 2024-05-01

LokSabha Election 2024 : প্রথম চার ঘন্টায় সারা দেশে কোথায় কত ভোট পড়লো, দেখে নিন এক নজরে

সঞ্জু সুর, সাংবাদিক ঃ ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে সারা দেশের ১০২ টি আসনে। এই ১০২ টি আসনে প্রথম চার ঘন্টায় ভোটের হার মোটের উপর এক। এক নজরে দেখে নিন কোথায় কত ভোট পড়লো বেলা এগারোটা পর্যন্ত।

১) আন্দামান ও নিকোবর-২১.৮২ শতাংশ
২) অরুনাচল প্রদেশ -২১.৮৫ শতাংশ
৩) অসম ২৭.২২ শতাংশ
৪) বিহার -২০.৪২ শতাংশ
৫) ছত্তিশগড় -২৮.১২ শতাংশ
৬) জম্মু ও কাশ্মীর -২২.৬০ শতাংশ
৭) লাক্ষাদ্বীপ-১৬.৩৩ শতাংশ
৮) মধ্যপ্রদেশ-৩০.৪৬ শতাংশ
৯) মহারাষ্ট্র-১৯.১৭ শতাংশ
১০) মনিপুর -২৯.৬১ শতাংশ
১১) মেঘালয়-৩৩.১২ শতাংশ
১২) মিজোরাম-২৯.৫৩ শতাংশ
১৩) নাগাল্যান্ড -২৭.৬৯ শতাংশ
১৪) পন্ডিচেরী-২৮.১০ শতাংশ
১৫) রাজস্থান-২২.৫৯ শতাংশ
১৬) সিকিম-২১.২০ শতাংশ
১৭) তামিলনাড়ু -২৩.৯২ শতাংশ
১৮) ত্রিপুরা -৩৪.৫৪ শতাংশ
১৯) উত্তরপ্রদেশ-২৫.২০ শতাংশ
২০) উত্তরাখণ্ড-২৪.৮৩ শতাংশ
২১) পশ্চিমবঙ্গ -৩৩.৫৬ শতাংশ।
সব মিলিয়ে প্রথম চার ঘন্টার নিরিখে সব চেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরাতে। আর সবচেয়ে কম ভোট পড়েছে লাক্ষাদ্বীপে। এবার দেখে নি এরাজ্যের তিন আসনে প্রথম চার ঘন্টায় কোথায় কত ভোট পড়লো। কোচবিহার -৩৩.৬৩ শতাংশ, আলিপুরদুয়ার -৩৫.২০ শতাংশ এবং জলপাইগুড়ি ৩১.৯৪ শতাংশ