সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক – লোকসভা নির্বাচনের প্রথম দফায় উত্তরের ৫ জেলায় বৃষ্টি, দক্ষিণে তাপপ্রবাহ। আগামী ২৫ শে এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ সমগ্র দক্ষিণবঙ্গেজুড়ে। শুষ্ক পশ্চিমী হাওয়ার ফলে গরম বাড়বে পশ্চিমের ৮ জেলায়। চরম তাপপ্রবাহের সতর্কতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হবে। উল্লেখযোগ্যভাবে শুক্রবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে নির্বাচন।
এই সব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে মালদায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা বাংলাদেশের মধ্যে দিয়ে জলীয় বাষ্প উত্তর- পূর্ব ভারত ও উত্তরের দিকে নিয়ে যাচ্ছে। এই সিস্টেম এমন ভাবে তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর শুষ্ক স্থলভাগে পশ্চিমী হাওয়ার আধিক্য বাড়াচ্ছে। ফলে দক্ষিণবঙ্গে অতিরিক্ত গরমের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোনোর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়াবিদরা। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।