সঞ্জু সুর, সাংবাদিক : প্রথম দফার ভোটের প্রথম সকালেই একের পর এক অভিযোগ আসতে শুরু করেছে কমিশনের দফতরে। সকাল ৯ টা পর্যন্ত শুধু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই ৩৭ টা অভিযোগ জমা পড়েছে। অভিযোগ জানিয়েছে বিজেপিও। দুই দলের অভিযোগের বেশিরভাগই কোচবিহার নিয়ে। অভিযোগ এসেছে আলিপুরদুয়ার থেকেও, তবে জলপাইগুড়ি কেন্দ্রের অভিযোগের বহর কিছুটা কম।
ভোটের আগের রাতেই কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিককের বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। এদিন ভোটগ্রহণ পর্ব শুরু হতেই সেই নিশীথ প্রামানিকের বাড়ির এলাকা ভেটাগুড়িতে বিজেপি নেতাদের নাম করেই বোমা ছোড়া ও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ জানালো তৃণমূল। রাজ্যের শাসকদলের অভিযোগ বিজেপি নেতা রতন বর্মন, অজিত মহান্তো ও হিরেন মহান্তোর নেতৃত্বে এলাকায় বোমা ছোড়া হচ্ছে, ভোটারদের ভয় দেখানো হচ্ছে। এদিকে তৃণমূল কংগ্রেসের ভেটাগুড়ির ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। আহত ব্লক সভাপতি কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।