রাকেশ নস্কর, সাংবাদিক – ফুলের মালা আর পরনে লালা বেনারসি পরে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। অন্যদিকে ধুতি পরে বরের সাজে রাতুল। এই বছর টলিপাড়ার তারকা বিবাহের তালিকায় ফের নতুন সংযোজন। গোধূলি লগ্নে বিয়ে সারলেন রূপাঞ্জনা মিত্র ও রাহুল মুখোপাধ্যায়। ছয় বছরের প্রেম এবার পরিণতি পেল। কলকাতার এক পাঁচতারা হোটেলে বিয়ে সারলেন দুজনে। ২৩ ফেব্রুয়ারি বাগদান সেরেছিলেন দার্জিলিংয়ে। তারপর ১৯ এপ্রিল হিন্দু মতে বিয়ে রীতিরেয়াজ বজায় রেখে চার হাত এক হল দুজনার।
পরিবার পরিজন ও কাছের বন্ধু বান্ধবদের উপস্থিতি ছিল বিয়ে অনুষ্ঠানে। নিজের সন্তান রিয়ানকে ২০১৭ সাল থেকে একাই দায়িত্ব নিয়ে বড় করেছেন অভিনেত্রী। তবে বিয়ে নিয়ে কোনও সমস্যাই নেই পরিবারে। কারণ রাতুল টলিপাড়ার পরিচিত শিল্পী। কর্মজীবনেই দুজনের আলাপ। বন্ধুত্ব থেকে প্রেমে পরিবর্তন হয় তাঁদের সম্পর্ক। নিজের রিলেশনশিপ স্টেটাস লুকিয়ে রাখেননি কোনওদিন রূপাঞ্জনা। সন্তান রিয়ানেরও এই সম্পর্ক ও বিয়েতে পূর্ণ সম্মতি রয়েছে।
এবার একসাথে সংসার করার অঙ্গিকার নিলেন দুজনে। দুজনেরই ঠিকানা এক। আর প্লাস নিউজের তরফ থেকে নবদম্পতিতে অনেক অনেক শুভেচ্ছা।