Date : 2024-04-30

ধর্মশালা থেকে ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ সরল ইন্ডোরে

ধর্মশালা থেকে ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ সরল ইন্ডোরে। প্রথমে ধরমশালাতে তৃতীয় একদিনের ম্যাচ হওয়ার কথা থাকলেও পিচ এবং মাঠ দুই-ই অপ্রস্তুত থাকায় টেস্ট অন্যত্র সরানোর সিদ্ধান্ত নিল বিসিসিআই। মাঠের ঘাস পর্যাপ্ত পরিমানে তৈরি না হওয়ায় ম্যাচ সরানো হল। উত্তর ভারতে শীতের সময় ঘাসের বৃদ্ধি স্বাভাবিকভাবেই হ্রাস পায়। ঠান্ডা পরিবেশের কারণে তার প্রভাব পড়ে মাঠের আউটফিল্ড এবং পিচের ঘাসেও। ফলে কোনও কারণে উইকেট আন্ডার প্রিপেয়ার্ড থাকলে তার জন্য শাস্তি ভুগতে হতে পারত ভারতকে। এছাড়াও ক্রিকেটারদের পারফরমেন্সেও প্রভাব পড়ত। সেই সব দিক খতিয়ে দেখেই ম্যাচ মধ্য প্রদেশের হোলকার স্টেডিয়ামে করার সিদ্ধান্ত নিল বিসিসিআই। মার্চ মাসের এক তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল তৃতীয় টেস্ট ম্যাচ। সংস্কারের পর এই মাঠ এখনও পর্যন্ত কোনও আন্তর্জাতিক ম্যাচই আয়োজন করেনি। এছাড়াও সেরাজ্যের ক্রিকেট দলও রণজি ট্রফির ম্যাচ অন্য ভেনুতে খেলেছে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ধরমশালা স্টেডিয়ামে। এরপর আর কোনও ম্যাচই হয়নি সেখানে। এদিকে ফেব্রুয়ারির 17 তারিখ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ।