ওয়েব ডেস্ক: দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। একে একে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল, সিপিএম, বিজেপি। এদিন অসমে আরও তিন কেন্দ্রে প্রার্থী দিল তৃণমূল-কংগ্রেস। মঙ্গলদৈ কেন্দ্রে সুধেন্দু মোহন তালুকদার, নগাঁওয়ে সহদেব দাস ও যোরহাটে রিবুলয়া গগৈকে প্রার্থী করল তারা। ইতিমধ্যেই করিমগঞ্জ, শিলচর, ধুবুড়ি, কোকরাঝাড়, বরপেটা ও গুয়াহাটিতে প্রার্থী দিয়েছে তৃণমূল। প্রার্থী দিয়েছে মেঘালয়ের তুরা ও […]
অসমে আরও তিন কেন্দ্রে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস…
