Date : 2024-04-25

জম্মু-দিল্লি দুরন্ত এক্সপ্রেসে ডাকাতি

দিল্লি : জম্মু-দিল্লি দুরন্ত এক্সপ্রেসে ভয়ানক ডাকাতি চালালো দুষ্কৃতীরা। লক্ষাধিক টাকার সামগ্রী লুঠপাট করা হয়েছে বলে যাত্রীদের দাবি। অস্ত্র দেখিয়ে যাত্রীদের টাকা, গয়না ও মোবাইল লুঠ করা হয়৷ বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে জম্মু-দিল্লি দুরন্ত এক্সপ্রেসে৷ আজ সকালে দিল্লির কাছে ওই ট্রেনের বি-থ্রি ও বি-সেভেন কোচে লুঠপাট চালানো হয় বলে অভিযোগ। তাঁরা জানিয়েছেন, ট্রেনটি যখন বাদলি স্টেশনে থামে তখনই লুঠপাট চালায় সাত থেকে দশজন দুষ্কৃতী। সেই সময় ১২২৬৬ ট্রেনটি দিল্লি স্টেশনের দিকে রওনা দিচ্ছিল৷ কিন্তু সাড়ে তিনটে নাগাদ সিগন্যালিংয়ের জন্য কিছুক্ষণের জন্য দাঁড়ায়৷ সেই সময় দুটি কামরায় হুড়মুড়িয়ে ঢুকে পড়ে ডাকাত দলটি৷ বন্দুকের ভয় দেখিয়ে দু’টি কোচে অবাধে লুঠপাট চালায় ডাকাতেরা৷ অভিযোগ, মাত্র ১৫ মিনিটের মধ্যে গোটা অপারেশন শেষ করে পালিয়ে যায় ডাকাত দলটি৷ ইতিমধ্যেই আরপিএফ-রা গোটা ঘটনার তদন্তে নেমেছে। তবে এই ঘটনার পর এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ডাকাতির সময় ট্রেনে কোনও রেলকর্মী বা নিরাপত্তা কর্মীর দেখা মেলেনি কেন? অন্যদিকে, যাত্রীদের ক্ষোভকে প্রশমিত করতে রেল তরফে জানানো হয়, আরপিএফ প্রাথমিক তদন্ত শুরু করেছে৷ বেশ কিছু সূত্রও পাওয়া গিয়েছে৷ আশা করা যায়, ডাকাত দলকে খুব তাড়াতাড়ি ঘরতে পারা যাবে।