ওয়েব ডেস্ক:ফের রাজস্থান রয়েলসের কোচের পদে ফিরছেন প্যাডি আপটন। রাজস্থান ফ্র্যাঞ্চাইজির হেড অব ক্রিকেট জুবিন বারুচা ইতিমধ্যেই টুইট করে প্যাডিকে স্বাগত জানিয়েছেন। ২০১৩ থেকে ২০১৫ , টানা তিন বছর ধরে প্যাডি রাজস্থানের দায়িত্বে সামলেছেন। এমনকি তাঁর নেতৃত্বে আইপিএল ফাইনালেও উঠেছে দল। এবার তাই আবার তাঁর উপরই ভরসা রাখতে চলেছে ফ্র্যাঞ্চাইজি। ২০১৯ সালের জন্য রাজস্থান রয়েলসের দায়িত্বে থাকছেন তিনি। ৫০ বছর বয়সী প্যাডির নেতৃত্বে ২০১৩ সালে দল আইপিএলের সেমিফাইনালের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও ওঠে। তাঁর আমলেই ঘরের মাঠে টানা ১৩ ম্যাচ জয়ের মুখ দেখেছে রাজস্থান। যা ইতিহাসের পাতায় নজিরবিহীন। রাজস্থানের পাশাপাশি ২০১২ সালে পুণে, ২০১৬ এবং ২০১৭ সালে দিল্লি দলের কোচিংয়ের দায়িত্ব সুচারু দক্ষতার সঙ্গে সামলেছেন এই অজি কোচ।