Date : 2024-05-06

শনিবাসরিয় যুবভারতীতে কলকাতার এল ক্লাসিকোয় মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গলের দুই স্প্যানিশ কোচ

শনিবাসরিয় যুবভারতীতে কলকাতার এল ক্লাসিকোয় মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গলের দুই স্প্যানিশ কোচ। একদিকে লালহলুদের কার্লেস কুয়াদ্রাত বলছেন তার দল তৈরি না হলেও ম্যাচে মরিয়া লড়াই দেবে। আইএসএলজয়ী মোহনবাগান কোচ জুয়ানের কথা আত্মবিশ্বাসের সুর। আজ ডুরান্ড কাপের ডার্বি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইস্টবেঙ্গল সব সময়ই ভয়ঙ্কর। টানা আট ম্যাচে হারের বদলা নিতেই মুখিয়ে সিভেরিও, হরমনজ্যোত-রা। দলের ফুটবলারদের সঙ্গে এই ম্যাচের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন খাবরা। ডার্বিতে বাড়তি দায়িত্বও বর্তাচ্ছে তার কাঁধে। ডার্বি মানেই প্রতিপক্ষকে এক ইঞ্চিও জমি ছেড়ে না দেওয়া। একদিকে রয়েছে মোহনবাগান। সবুজ মেরুনের পাল তোলা নৌকা বইছে গত আটটি ডার্বিতেই। পরপর হারে দিশেহারা ইশ্টবেঙ্গল।

শেষবার যখন লালহলুদ ডার্বি জিতেছিল তখন করোনা আসেনি। ইস্টবেঙ্গলে খেলতেন এক বিশ্বকাপার। গঙ্গা দিয়ে বয়ে গেছে বহু জল। দুবার বদলে গেছে লালহলুদের স্পন্সর। মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। এখন তাদের লক্ষ্যে এএফসি কাপ। লড়াই অসম হলেও লালহলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত যেন স্বপ্নের ফেরিওয়ালা। প্রাক্তন কোচ স্প্যানিশ আলেয়ান্দ্রো জিতিয়েছিলেন শেষ ডার্বি। তার জুতোয় পা গলিয়েই যেন শনিবাসরিয় ডার্বিতে রুপকথা লিখতে চান এই স্প্যানিয়ার্ড। আইএসএলের এই স্পেশাল ম্যান বলছেন, বড় ম্যাচের জন্য তার দল প্রস্তুত। অনেকটা ঝুঁকি নিয়েই গত ম্যাচে জর্ডনকে নামিয়েছিলেন কুয়াদ্রাত। সমালোচিত হয়েছিল। সেই উত্তরই দিতে মরিয়া বড় ম্যাচে। মোহনবাগান কোচ অবশ্য অনেকটা শান্ত। দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে আসেন সাংবাদিক সম্মেলনে। চোখে মুখে আত্মবিশ্বাস ভরপুর। এতদিনে জুয়ান বুঝে গেছেন কোনওভাবেই ডার্বির আগে প্রতিপক্ষকে হাল্কাভাবে দেখা যাবে না। সামনে এএফসি কাপের প্লে অফ থাকলেও আপাতত 100 শতাংশ ফোকাসই লালহলুদ ম্যাচেই করছেন জুয়ান। জো়ড়া স্প্যানিয়ার্ডের লড়াইয়ে শেষ হাসি হাসে কোন দল, এখন সেটাই দেখার।