Date : 2024-05-15

আজ মরসুমের প্রথম ব়ড় ম্যাচ, টানা আট ডার্বি জিতে মাঠে নামছে মোহনবাগান

আজ মরসুমের প্রথম ব়ড় ম্যাচ। টানা আট ম্যাচ জিতে মাঠে নামছে মোহনবাগান। ডুরান্ড কাপের গ্রুপ লিগের ম্যাচে সুপারজায়ান্টরা দৈত্যের মতোই ইস্টবেঙ্গলকে উড়িয়ে দিতে তৈরি। এএফসি কাপের ম্যাচের আগে সেরা একাদশই নামাতে চলেছেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। শনিবার মরসুমের প্রথম ডার্বি ম্যাচ। ডুরান্ড কাপের মেগা ম্যাচে মুখোমুখি মোহনবাগান- ইস্টবেঙ্গল। টানা আট ম্যাচে জিতে টগবগ করে ফুটছে সবুজ মেরুন শিবির। ডুরান্ডেও পরপর দুই ম্যাচেই জিতেছে বাগান। আইএসএল চ্যাম্পিয়নরা গত মরসুম যেখানে শেষ করেছিলেন, এই মরসুমটা সেখান থেকেই শুরু করেছেন।

ম্যাচের আগে ক্লোজ ডোর অনুশীলনেই ডার্বির মহড়া সেরে নিলেন বাগান ফুটবলাররা। দিমিত্রি, বুমোসদের ইস্টবেঙ্গল বধের নিল নকশা ছকে দিলেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। অনুশীলনের শুরুতে বেশ খোশ মেজাজেই ছিলেন জ্যাসন কামিন্স, আশিক কুরুনিয়ান, দিমিত্রি পেত্রাতোসরা। পেশাদারিত্ব আর আধুনিকতায় মোরা এই বাগানে অতীতের সেই ডার্বির আগে চেনা রনংদেহী মেজাজ আর নেই। সেই চাপ বা বাড়তি সমীহও আর নেই। বরং পেশাদারিত্বের মোরকে ভরপুর কামিন্সরা, গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও অনেক চাপহীন। ম্যাচের আগে কোচ জুয়ান ফেরান্দো এবং টেকনিকাল ডিরেক্টরের সঙ্গে আলোচনা পর্ব সেরে নিলেন বাগান সচিব দেবাশিস দত্ত। টানা আট ডার্বিতে জিতেছে সবুজ মেরুন। জয়ের ট্রিপল হ্যাটট্রিক কি হবে, তার উত্তর অবশ্য মিলবে শনিবাসরিয় যুবভারতীতে। পরিসংখ্যান বলছে এই ম্যাচে কেউ এগিয়ে থাকে না। প্রতিপক্ষে সিভেরিওর মতো আইএসএলে ফর্মের মধ্যে থাকা বিদেশীরা থাকায় তাদের জন্য আলাদা প্ল্যানিং রয়েছে জুয়ানের। যদিও কোনও বাড়তি মার্কার নয়, বরং অ্যাটাকিং ছকে মাঝমাঠের দখল নিয়েই ম্যাচ থেকে জয় তুলতে মুখিয়ে মোহনবাগান সুপারজায়ান্টস শিবির। প্রতিপক্ষের মাঝমাঠে সাউল ক্রেসপোকে রুখতে পাল্টা মিডফিল্ডেই বাড়তি জোর দিচ্ছেন বাগান কোচ। এখন দেখার সবুজ মেরুন ত্রিপল হ্যাটট্রিক হয় কিনা।