Date : 2024-04-25

“রাম” অবতারে রাহুল, রেগে আগুন বিরোধীরা

নয়া দিল্লি: এবার রামের অবতারে রাহুল। এবং তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাহুলের রাম অবতারের তীব্র সমালোচনা করে আদালতের দারস্থ রামভক্তরা। এর আগে বিহারে রাহুল গান্ধীকে শিবভক্ত বলে প্রচার করেছিলেন কংগ্রেস কর্মীরা। এবার একধাপ এগিয়ে রাহুলের রাম অবতারের ছবি নিয়ে প্রচারে নামলেন তাঁরা। বিহারে কংগ্রেসের পোস্টারে রাহুল গান্ধীকে দেখানো হল রাম অবতারে। এতেই বেজায় খাপ্পা রামভক্তরা। ইতিমধ্যেই তাঁরা রাজ্য কংগ্রেস প্রেসিডেন্ট মদন মোহন ঝা সহ মোট ৫ জন কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেছেন । পাটনার গান্ধী ময়দানে আগামী ৩ ফেব্রুয়ারি রাহুল গান্ধীর ‘জন আকাঙ্খা সমাবেশ’ রয়েছে। সেই জন্য শহর ঢেকেছে রাহুল গান্ধীর পোস্টারে। সেই পোষ্টারে রাহুল গান্ধীকে দেখানো হয়েছে চুল লম্বা, গলায় মালা, পিঠে ধনুক নিয়ে। একেবারে রামের মতো। পোস্টারে রাহুলের ছবির পাশাপাশি রয়েছে প্রিয়ঙ্কা, সোনিয়া ও মনমোহনের ছবিও। সঙ্গে রয়েছে বেশ কয়েকজন রাজ্য নেতাদের ছবিও। এর আগে কংগ্রেস কর্মীরা রাহুল গান্ধীকে শিবভক্ত হিসেবে দেখিয়েছিলেন, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগড়ে বিধানসভা নির্বাচনের আগে। সেইবারও সমালোচনার ঝড় ওঠে। বিরোধীরা অনেকেই কটাক্ষের সুরে বলেছেন, তারা জানেন না রাহুলের আসল ধর্ম কী। শুধু রাহুলই নন রায়বেরিলিতেও কংগ্রেসের পোস্টারে প্রিয়ঙ্কাকে দূর্গা হিসেবে দেখানো হয়। সস্তা প্রচার পাওয়ার জন্যই এরকম করেছে কংগ্রেস, ওই পোস্টারের কড়া সমালোচনা করে এমনই দাবি জেডিইউ ও বিজেপির।