Date : 2024-04-26

পারেনি ‘প্যাডম্যান’, অস্কার ছিনিয়ে আনল ‘পিরিয়ড এন্ড অফ সেনটেন্স’

ওয়েব ডেস্ক: বিগ বাজেটের পূর্ণ দৈর্ঘ্যের ছবি হয়েও শূন্য হাতে ফিরতে হয়েছে ‘প্যাডম্যান’কে। কিন্তু প্রায় সেই কাহিনীর উপর নির্ভর করে অস্কারের মঞ্চে সম্মানিত হল তথ্যচিত্র ‘পিরিয়ড এন্ড অফ সেনটেন্স’। উত্তরপ্রদেশের হাপুরের কিশোরীদের ঋতুচক্র চলাকালীন সামাজিক ছুঁতমার্গ ও শারীরিক যন্ত্রণার কাহিনী বর্নিত হয়েছে এই তথ্যচিত্রে। ভারতীয় সমাজে মহিলাদের ‘পিরিয়ডস’যে এখনো একটা ট্যাবু সেটাই তুলে ধরা হয়েছে, পাশাপাশি এই সমস্যা থেকে বেড়িয়ে আসতে স্যানেটারি ন্যাপকিন তৈরি জন্য মহিলাদের সংঘবদ্ধ লড়াইকে দেখানো হয়েছে। এর আগে ২০০৯ সালে স্লামডগ মিলিয়ানিয়রের জন্য অস্কার পেয়েছিলেন সুরকার এআর রহমান ও সাউন্ড ইঞ্জিনিয়র রেসুন পুকুট্টি। ২০১৯ সালে অস্কার পেলেন তথ্যচিত্র‘পিরিয়ড এন্ড অফ সেনটেন্স’-এর সহপ্রযোজক গুরণীত মঙ্গা।

‘প্যাডম্যন’ যেমন ছিল ফিচার ফিল্ম, তাই অনেক কিছুই বানিজ্যিক ভাবে উপস্থাপন করা হয়েছে ছবিতে। কিন্তু তথ্যচিত্র আকারে তৈরি হওয়ায় এই ছবি অনেকটাই বাস্তবের প্রকৃত রূপ তুলে ধরতে সমর্থ হয়েছে। আজকের যুগে দাঁড়িয়েও সমাজে নারীদের সমস্যা সমাধানে নারীদেরই সংগ্রামের কাহিনী নিয়ে তৈরি হয়েছে ‘পিরিয়ড এন্ড অফ সেনটেন্স’। আর তাতেই এসেছে আন্তর্জাতিক খ্যাতি, স্বীকৃতি। লস অ্যাঞ্জেলেসে ৯১ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ থেকে সেরা তথ্যচিত্রের শিরোপা ছিনিয়ে নিয়েছে এই তথ্যচিত্রটি। ট্রফি হাতে নিয়ে ছবির সহ প্রযোজক গুনিত আর আবেগ চেপে রাখতে পারেননি। টুইটারে প্রতিক্রিয়া দিয়েছেন ‘আমরা জিতেছি, সব মেয়েরা আজ জিতেছে।’প্রতিবছরই অস্কারের দৌড়ে কোন না কোন ভারতীয় ছবি থাকেই। কিন্তু বহুবারই খালি হাতে ফিরতে হয়। কিন্তু এবার সেরার লড়াইয়ে পিছিয়ে রইল না ভারত। এছাড়াও ৯১ তম অস্কারে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে ‘বোহেমিয়ান ব়্যাপসডি’ ছবিটি। ৪টি বিভাগে সেরার পুরস্কার ঝুলিতে ভরেছে এই সিনেমা। সবচেয়ে ভাল চলচ্চিত্রায়ণের জন্য ৩টি করে অস্কার জিতেছে ‘গ্রিন বুক’, ‘রোমা’ এই দুটি সিনেমা। সেরা চিত্রনাট্যের শিরোপাও পেয়েছে ‘গ্রিন বুক’ ছবিটি।