শ্রীনগর:পুলওয়ামা হামলার ঘটনায় যখন ক্ষোভে ফুটছে দেশবাসী। শাসক-বিরোধী আক্রমন, পাল্টা আক্রমনের রাজনীতি ভুলে সরকারের পাশে থাকার আশ্বাস দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ বৃহস্পতিবার পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফের কনভয়ে হামলার ঘটনায় কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার বক্তব্যের উল্টোপথে হেঁটে শুক্রবার রাহুল গান্ধি বলেন,’কঠিন সময়ে সরকারের পাশে রয়েছে বিরোধীরা৷ সেনাবাহিনীর পাশে আমরা রয়েছি৷’ নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরও বলেন, ‘দেশে বিভাজনের জন্যই সন্ত্রাস হচ্ছে৷ তবে সন্ত্রাসবাদীদের লক্ষ্যপূরণ হবে না৷ দেশের আত্মার উপর হামলা চালিয়েছে জঙ্গিরা৷ কঠিন সময়ে আমরা সবাই কেন্দ্রীয় সরকারের পাশে আছি’৷
প্রসঙ্গত বৃহস্পতিবার কংগ্রেস নেতা সুরজেওয়ালা বলেন, ‘এত জওয়ান মারা যাওয়ার পরও কোথায় গেল মোদীর ৫৬ ইঞ্চি ছাতি।’ এদিকে শুক্রবার লোকসভা ভোটের সমস্ত কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস৷ পাশাপাশি এই কঠিন সময়ে দেশের পাশে থাকার বার্তা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও। তিনি বলেন, ‘জঙ্গি সংগঠনের সঙ্গে কোনও মতেই সমঝোতা করা হবে না। আজ শোকের দিন। ৪৪ জন জওয়ানকে হারিয়েছে দেশ’। টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মেহবুবা মুফতি,ওমর আবদুল্লাহ।