নদিয়া: চতুর্থ দফা ভোটের শুরুতেই শান্তিপুরে উদ্ধার হল তাজা বোমা। শান্তিপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের একটি বুথের থেকে প্রায় ২০০ মিটার দূরে উদ্ধার হয় বোমাটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার রাজ্যে মোট আটটি আসনে ভোটগ্রহণ চলছে। চতুর্থ দফা ভোটে নির্বাচন কমিশন প্রায় ১০০ শতাংশ বুথেই বাহিনী নিয়োগ করেছে। তার পরেও বিক্ষিপ্ত আশান্তির খবর আসতে শুরু করেছে সকাল থেকেই। পাশাপাশি ৮৮ টি কুইক রেসপন্স টিমও রয়েছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, সকাল থেকেই হেলিকপ্টারে জেলায় ভোট পরিদর্শন করছেন বিশেষ নির্বাচনী আধিকারিক অজয় নায়েক। তৃতীয় দফা নির্বাচনে রাজ্যে ভোট হিংসার বলি হয়েছে ১ জন। চতুর্থ দফায় তাই কোনরকম নিরাপত্তার অভাব রাখতে চায়নি নির্বাচন কমিশন। কিন্তু চতুর্থ দফা ভোট শুরু হতেই রাজ্যে একের পর অশান্তির খবর আসতে শুরু করেছে সকাল থেকেই। নির্বাচন কমিশনের দাবি পরিস্থিতি মোকাবিলা করতে প্রতিটি কেন্দ্রে সক্রিয় ভাবে কাজ করেছে চলেছে কেন্দ্রীয় বাহিনী।