ওয়েব ডেস্ক: ফের একবার রিল আর রিয়েল মুখোমুখি।
বাস্তব যেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের “সিনেমাওয়ালা”র চিত্রনাট্য।
মাল্টিপ্লেক্সের ঠেলায় বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সিঙ্গল স্ক্রিনের পেক্ষাগৃহ।
মেট্রো, এলিট, মালঞ্চ, রূপবানীর পর এবার তালিকায় উত্তর কলকাতার নস্ট্যালজিয়ায় মোড়া “মিত্রা”।
রক্ষণাবেক্ষণে সমস্যা। দর্শকের অভাব।
মাল্টিপ্লেক্সের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়া একে একে অকাল মৃত্যু ডেকে আনছে ঐতিহ্যের।
কখনও ল্যান্ডমার্ক, কখনও পকেটের রেস্ত সামলাতে জেনওয়াই-এরও অন্যতম ঠিকানা ছিল হাতিবাগানের ‘মিত্রা’।
পথ চলা শুরু ১৯৬৩ সালে। একসময় রমরমিয়ে চলত এই পেক্ষাগৃহ। সেসব দিন আজ অতীত।
মিত্রার বর্তমান মালিকানা ছিল দীপেন্দ্র মিত্রের নামে।
বেশ কিছুদিন ধরেই কানাঘুঁষো চলছিল। অবশেষে জল্পনাকে সত্যি করে ঝাঁপ ফেলল মিত্রা।