Date : 2021-05-06

নাম সংকীর্তনে বারাকপুর মাতালেন দীনেশ

ওয়েব ডেস্ক: কথায় বলে ভোট বড় বালাই।

ভোট এলেই প্রার্থীদের দশা দেখে অবশ্য তেমনটা বলাই যায়।

ভোট পেতে জনসাধারনের কতই না মন রাখতে হয়।

সোমবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের ১ নম্বর বিজয়নগর এলাকায় ফের একবার সেই ছবিই ধরা পড়ল।

এদিন ভোট প্রচারে সেখানে যান প্রাক্তন রেলমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী।

প্রচারের ফাঁকেই ঢুকে পড়েন এক আশ্রমে।

তখন সেখানে নাম সংকীর্তন চলছিল। ব্যাস আর কী?

কপালে তিলক, গলায় রজনীগন্ধার মালা পরে হাতে খোল তুলে নিয়ে নাম সংকীর্তনে মাতলেন পারাকপুরের বিদায়ী সাংসদ দীনেশ ত্রিবেদী।

যা দেখে রীতিমতো আপ্লুত উপস্থিত জনতা।

October 11, 2020, 7:49 am

October 11, 2020, 7:32 am

October 11, 2020, 5:22 am