ওয়েব ডেস্ক: শুরু হয়েছে চলচ্চিত্র জগতের সবথেকে বড় রেড কার্পেট সেরেমনি কানে ২০১৯।
বৃহস্পতিবার রেড কার্পেটে হলিউড থেকে শুরু করে বলিউডের সমস্ত তারকারা ভি়ড় করেছেন।
তারকাখচিত এই সন্ধ্যায় বাদ নেই কেউই।
অনবরত ক্যামেরার ফ্ল্যাশ থেকে শুরু করে ফ্যশানেবল জামাকাপড়ে অভিনেতারা।
এই বছর কানে ফিল্ম ফেস্টিভ্যলে বলিউড থেকে রেড কার্পেটে দেখা মিলল প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন ও কঙ্গনা রানাউতের।
তাদের দেখে বোঝাই যাচ্ছে যেন সবাই সবাইকে টেক্কা দিতে প্রস্তুত।
একের পর এক ডিজাইনার ড্রেসে কাঁপিয়ে দিচ্ছে তারা এই বছর কানে ফিল্ম ফেসটিভ্যালকে।
তারই কিছু এক্সক্লিউসিভ ছবি দেওয়া হল আর প্লাস ওয়েবে।