Date : 2024-04-26

ICC World Cup 2019: বাংলাদেশের এবার টার্গেট কিউয়িরা

ওয়েব ডেস্ক: বুধবার ভারতীয় সময় সন্ধ্যে ৬টায় কেনিংটন ওভালে নিউজিল্যন্ডের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। দুই দলই প্রথম ম্যাচে জয় পেয়েছে।

শ্রীলঙ্কাকে হারিয়েছিল নিউজিল্যান্ড। অন্যদিকে প্রোটিয়াদের হারায় বাংলাদেশ।

প্রথম ম্যাচেই দঃ আফ্রিকার কোয়ালিটি পেস অ্যাটাকের বিপক্ষে ৩৩০ রান করে সকলকে চমকে দিয়েছে বাংলাদেশ।

এবার তাদের সামনে ম্যাট হেনরি-ফার্গুসনরা। বিশ্বকাপে পরিসংখ্যানের বিচারে নিউজিল্যান্ডের বিপক্ষে খাতাই খুলতে পারেনি বাংলাদেশ। ৪ বারের সাক্ষাৎ-এ ৪ বারই জয় পেয়েছে নিউজিল্যান্ড। ২০১৫ বিশ্বকাপেও ৩ উইকেটে বাংলাদেশকে হারিয়েছিল কিউয়িরা। বাংলাদেশ অবশ্য পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতে নারাজ। প্রোটিয়া বধের পর তাদের টার্গেট কিউয়ি বধ।

উইলিয়ামসনের নিউজিল্যান্ডও জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামছে। প্রথম ম্যাচে ম্যাট হেনরি-লোকি ফার্গুসনদের পেস অ্যাটাক দুরন্ত পারফর্ম করে। বাংলাদেশের শাকিব-মুশফিকরদের রুখতেও তাই জোর বোলারদের ওপরই ভরসা রাখছে কিউয়ি টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ম্যাচ জিতে লিগ টেবিলে আরও কিছুটা এগিয়ে যাওয়ার লক্ষ্যে দুই অধিনায়ক।