Date : 2024-04-26

নোংরা সংগ্রহকারীদের বৃষ্টিতে রেইনকোট, বুট দিয়ে সাহায্য করল বছর ১৪র সঞ্জনা…

ওয়েব ডেস্ক: শুক্রবার থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই নগরী।

দিনের পর দিন বৃষ্টির জেরে ভেঙে পড়েছে বাড়ি, এছাড়াও ঘটেছে বহু দুর্ঘটনা।

প্রকৃতির লীলাখেলার শিকারে আজ সাধারণ মানুষ।

তবে সবথেকে ক্ষতিগ্রস্থ হচ্ছেন তাঁরা, যাদের মাথার উপর ছাদ ও নিজেকে বৃষ্টি তেকে বাঁচানোর জন্য পর্যাপ্ত ছাউনিটুকুও নেই।

এমত অবস্থায় দাঁড়িয়ে এক নজির গড়ল ১৪ বছরের সঞ্জনা রানাওয়াল। ময়লা কুড়িয়ে নিজেদের পেট চালায় যারা, সেরকম প্রায় ২০০ জন মানুষের উদ্দেশ্যে দিল রেইনকোর্ট, বুট ও যারা ড্রেনে নেমে কাজ করেন তাদের জন্য গ্লাভস ও মাস্ক।

একটি সংবাদ মাধ্যমকে সঞ্জনা জানায়, যে এইসব মানুষরা দুবেলা দুমুঠো ঠিক করে খেতেও পারে না। শরীর খারাপ হলেও তার খুব একটা তোয়াক্কা করে না, কারণ তারা পরিবারের একমাত্র মানুষ যে রোজগার করে।

সেই কারণেই তাঁর এরকম একটি উদ্যোগ। মাত্র দুসপ্তাহের মধ্যে টাকা জোগাড় করে এইগুলি কেনার জন্য। “মহিলা উদ্যোগ” নামক একটি এন.জি.ও-এর সাহায্যেই এই অনুষ্ঠানটি সম্ভবপর করে তোলে বছর ১৪র এই সঞ্জনা।

তবে এখানেই শেষ নয়। ভবিষ্যতে তার ইচ্ছে আছে তাদেরকে একটা নিরাপদ পরিবেশ দিতে। এতো ছোটো বয়সে এতো ভালো একটি কাজ করার জন্য খুব প্রশংসিত সঞ্জনা।