Date : 2024-04-26

সাধ্যের মধ্যেই এবার ১২৫ সিসির বাইক বাজারে আনল বাজাজ

ওয়েব ডেস্ক : দুচাকার বাজারে বাজাজ একটি অতি পরিচিত নাম। স্টাইলিশ এবং স্পোর্টি বাইক তৈরির ক্ষেত্রে বাজাজের পালসার ব্রান্ড অতি পরিচিত। এবার সেই পালসার ব্রান্ডকে সাধ্যের মধ্যে আনতে বাজারে লঞ্চ করা হল ১২৫ সিসি সেগমেন্টের পালসার বাইক। ইতিমধ্যেই দূষণ নিযন্ত্রনের জন্য ভারত স্টেজ ৬ ইঞ্জিন যুক্ত বাইক আসছে বাজারে। তার সঙ্গে জিএসটি এবং বিভিন্ন খরচ নিয়ে অনেকটাই বাড়ছে গাড়ির দাম। এই পরিস্থিতিতে ক্রেতাদের সাধ্যের মধ্যে বাজার ধরাতে পালসারের ১২৫ সিসি বাইক বাজারে আনল বাজাজ।

আরও পড়ুন : গাড়ির বাজারে মন্দা, ৪ দিন কারখানা বন্ধের সিদ্ধান্ত হিরোর


এক নজরে দেখে নেওয়া যাক এই বাইকের বৈশিষ্ট্য, এতে রয়েছে ১১ বিএইচপি ক্ষমতা সম্পন্ন ১২৫ সিসির ইঞ্জিন। রয়েছে ৫ টি গিয়ার বক্স। গাড়িটির ওজন প্রায় ১৪০ কেজির কাছাকাছি। আপাতত তিনটি রং নিয়ন ব্লু, সোলার রেড এবং প্লাটিনাম সিলভারে পাওয়া যাবে এই বাইক। স্ট্যান্ডার্ড ড্রাম ব্রেক ভার্সনটির বাজারে দাম ৬৪ হাজার টাকা। এবং ফ্রন্ট ডিস্ক ব্রেক যুক্ত মডেলটির দাম ৬৬,৬১৮ টাকা।