Date : 2024-04-26

প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত ইউটিউব স্টার গ্রান্ট থমসন

ওয়েব ডেস্ক: প্যারাগ্লাইডিং করতে গিয়ে মারা গেলেন বিখ্যাত ইউটিউব স্টার ‘KING OF RANDOM’ এর স্রষ্টা গ্রান্ট থমসন। ৩৮ বছর বয়সী এই ইউটিউবারের গ্রাহকসংখ্যা ছিল প্রায় ১১ মিলিয়ন। এবং গ্রান্টের তৈরি প্রত্যেকটি ভিডিওতে দর্শক সংখ্যা ছিল অনেক।

উটাতে প্যারাগ্লাইডিং করতে গিয়েছিলেন এই ইউটিউব স্টার। কিন্তু সেখান থেকে আর ফিরে আসেননি। যদিও তার সঙ্গে থাকা জিপিএস ডিভাইসের মাধ্যমে খোঁজ মিলেছে তাঁর দেহের।

ওয়াশিংটনের শেরিফ অফিস থেকে ফেসবুকে পোস্ট করে জানানো হয়েছে তার ব্যবহত প্যারাগ্লাইডিংটির খোঁজ মিলেছে এবং সঙ্গে পাওয়া গেছে ভিডিও রেকর্ডার। কিভাবে দুর্ঘটনা ঘটল তা জনতে সাহায্য করতে পারে এই ভিডিও রের্কডিং ডিভাইসটি।

বিভিন্ন রকমের গবেষণামূলক বিষয় নিয়ে কাজ করতেন প্রয়াত গ্রান্ট।
ইউটিউবে কাজ করার আগে একজন বিমানের পাইলট হিসেবে কাজ করেছেন প্রায় ১১ বছর।তারপর নিজের রিয়েল এস্টেট ব্যবসাও খোলেন।তবে শেষে সব কিছু বন্ধ করে দিয়ে মন দেন শুধু ইউটিউবেই।