Date : 2024-04-27

জীবিত ছেলের ডেথসার্টিফিকেট বানালো বাবা….

ওয়েব ডেস্ক:- দিব্যি জীবিত রয়েছে ছেলে, অথচ তার মৃত্যু প্রমাণ করতে মরিয়া বাবা। জীবনবিমার ২৩ লক্ষ টাকা পেতে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য প্রমাণ জোগাড় করে সোজা বিমা সংস্থার কাছে হাজির হল বাবা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়িতে। সূত্রের খবর, কাজের সূত্রে পেশায় ডাক্তার কৃষ্ণকান্ত সরকার দীর্ঘদিন কেরলে থাকতেন। দুটি বিমা সংস্থায় যথাক্রমে ৮ লক্ষ ও ১৫ লক্ষ টাকার বিমা করেন তিনি। সেই টাকা পেতেই মরিয়া হয়ে ওঠেন ডাক্তার ও তাঁর পরিবার। সেই মতো প্রচুর ভুয়ো সার্টিফিকেট তৈরি করেন তিনি। বেশ কিছু সই নকল করেন তিনি।

১ ফুটের ল্যাংচা! রসগোল্লার ফুটবল! পেল্লাই মিষ্টি দেখে চোখ ছানাবড়া শ্রীখণ্ডে

নথি জমা পড়ার পর যাচাই করেন বিমা সংস্থা থেকে তদন্তে আসেন অফিসাররা। তখনই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। বিমা সংস্থা থেকে তদন্ত করার পর ফোন করা হয় কৃষ্ণকান্ত সরকারের পুত্র অমলেশ সরকার। সমস্ত ঘটনা শুনে কার্যত হতবাক হয়ে যান অমলেশবাবু। তিনি বিমা সংস্থাকে জানান, টাকার জন্যই তার মা, বাবা ও ভাই তাকে মৃত প্রমাণ করছে। অভিযুক্ত কৃষ্ণকান্ত সরকারের খোঁজে তদন্ত করছে পুলিশ।