Date : 2024-05-08

গণনার দিন ভারী বৃষ্টি উত্তরবঙ্গে

গণনার দিন ভারী বৃষ্টি উত্তরবঙ্গে

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক:-

ঝেঁপে বৃষ্টি আসছে আর কিছুক্ষণেই। ভোট গণনার দিন তুমুল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আজ মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টি বাড়বে। তুমুল বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায়। অতি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরের কিছু অংশে।
মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি দু-এক পশলা বৃষ্টি হতে পারে।

৯ জুন থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও একটু বাড়বে উত্তরবঙ্গে বলে জানায় হাওয়া অফিস। কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি, ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ -২৮ ডিগ্রির কাছাকাছি থাকবে।

মৌসম ভবন থেকে যেটা জানা যাচ্ছে গুজরাত সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে গুজরাত থেকে কেরল পর্যন্ত। দক্ষিণ-পশ্চিম রাজস্থানে রয়েছে একটি নিম্নচাপ এলাকা। এর জেরে উত্তর ভারতে বৃষ্টি আরও বাড়বে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, গুজরাত, মধ্যপ্রদেশ এবং সিকিম, বিহার, কঙ্কন ও গোয়াতে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে।