Date : 2024-04-27

১১৭ তে পা, জন্মদিন পালন বিশ্বের সবথেকে বয়স্ক জাপানের তানাকার

ওয়েব ডেস্ক: ১১৬ বছর থেকে ১১৭ তে পা দিয়েও গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নিজের রেকর্ড অটুট রাখলেন জাপানের কানে তানাকা।জানুয়ারী মাসের ২ তারিখে ১১৭ বছরে পা দিলেন তিনি।তাঁর জন্মদিন উপলক্ষ্যে একটি পার্টিরও আয়োজন করা হয় তাঁর পরিবারবর্গের তরফে।ফুকুওয়ার একটি নার্সিং হোমে নিজের সেই জন্মদিন বেশ ভালো ভাবেই উপভোগ করলেন ১১৭ র কানে তানাকা।

আরও পড়ুন :একটু জল চাই ওদের, বাঁচার আর্তি নিয়ে মানুষকে জড়িয়ে ধরছে ভীত প্রাণীরা

১৯০৩ সালে জনগ্রহন করেন কানে তানাকা। ১৯২২ সালে হেইডো তানাকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।জাপানে শুধু তানাকা নয় এমন অনেকেই রয়েছেন যাদের আয়ু অন্যান্য দেশের মানুষদের তুলনায় অনেকটাই বেশি।মূলত খাদ্যাভাষের কারণেই লুকিয়ে রয়েছে বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকার রহস্য।তবে আয়ু বাড়লেও বেশ কয়েকবছরে জাপানে শিশুর জন্মহার অনেকটাই কমে গিয়েছে উল্লেখযোগ্যভাবে।