Date : 2024-04-28

১৪ সেপ্টেম্বর থেকে পুরোদমে দৌড়বে কলকাতা মেট্রো, ই-পাস বাধ্যতামূলক

১৪ সেপ্টেম্বর, সোমবার থেকে পুরোদমে যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে কলকাতা মেট্রোয়। কলকাতা নর্থ-সাউথ ও কলকাতা ইস্ট-ওয়েস্ট দুটি শাখাতেই সকাল ৮টা থেকে চলবে ট্রেন। শেষ মেট্রো ছাড়বে সন্ধে সাতটায়। প্রতি ১০ মিনিট অন্তর চলবে ট্রেন। নর্থ-সাউথে সারাদিনে আপ-ডাউন মিলিয়ে চলবে ১১০টি ট্রেন। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় চলবে ৭২টি মেট্রো। মেট্রোয় উঠতে গেলে ই-পাস বাধ্যতামূলক করা হয়েছে। তবে রবিবার ১৩ তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে মেট্রোর দৌড়। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের জন্য ওইদিন মেট্রো চলবে শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য। সকাল ১০টা থেকে চলবে মেট্রো। শেষ মেট্রো ছাড়বে সন্ধে সাতটায়। প্রতি ১৫ মিনিট অন্তর একটি করে ট্রেন ছাড়বে। রবিবার আপ-ডাউন মিলিয়ে মোট মেট্রো চলবে ৭৪টি। মেট্রোয় উঠতে গেলে পরীক্ষার্থীদের দেখাতে হবে অ্যাডমিট কার্ড।

ই-পাসের ক্ষেত্রে ১২ ঘণ্টা আগে অগ্রিম বুকিং করা যাবে। স্টেশনে ঢোকার সময় ই-পাস ভেরিফিকেশন করবে কলকাতা পুলিশ। এরপর যাত্রীদের স্মার্ট কার্ডের গেটে গিয়ে দাঁড়াতে হবে। কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে স্টেশনে। যাত্রীদের জন্য আরও কিছু নিয়মাবলী ও বিধিনিষেধ থাকছে। প্রতি স্টেশনে মেট্রো দাঁড়াবে ৩০ সেকেন্ড। সব স্টেশনেই দাঁড়াবে ট্রেন। শেষ ট্রেনটি ছাড়বে সন্ধে সাতটায়। যাত্রীদের ঢোকা ও বের হওয়ার গেট সম্পূর্ণ আলাদা হবে। প্রতিটি স্টেশনে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা থাকবে। সব যাত্রীর মাস্ক পরা বাধ্যতামূলক। যাত্রী ও কর্মীদের মধ্যে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। দুটি আসনের মাঝের আসনটি ক্রস চিহ্নিত থাকবে। স্টেশনের ভিতরে নিরাপত্তার দায়িত্বে থাকবে আরপিএফ।