Date : 2024-04-29

ট্রাক্টর মিছিলে অনুমতির প্রশ্নে সিদ্ধান্ত দিল্লি পুলিশের, বলল সুপ্রিম কোর্ট

আন্দোলনকারী কৃষকদের ট্রাক্টর মিছিল নিয়ে কোনও নির্দেশ দেবে না সুপ্রিম কোর্ট। সোমবার একথাই জানিয়ে দিল প্রধান বিচারপতি এ এস বোবদের নেতৃত্বে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ। সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে ট্রাক্টর, ট্রলি বা অন্য কোনও রকম যানবাহন নিয়ে মিছিলে আপত্তি রয়েছে কেন্দ্রের। এর উপর স্থগিতাদেশ চেয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের তরফে বলা হয়, সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের গরিমাকে নষ্ট করে রাজধানীর বুকে এমন কোনও মিছিল দেশের জন্য লজ্জাজনক।আদালত জানিয়েছে, দিল্লিতে আইনশৃঙ্খলার প্রশ্নে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকারী দিল্লি পুলিশ। আদালত এ নিয়ে কিছু বলবে না। অন্যদিকে আন্দোলনকারী কৃষকদের তরফে জানানো হয়েছে, ২৬ জানুয়ারি তাঁরা শধু হরিয়ানা-দিল্লি সীমানায় ট্রাক্টর মিছিল করবে। লালকেল্লায় পৌঁছনোর অথবা সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিঘ্ন সৃষ্টি করার কোনও পরিকল্পনাই নেই তাঁদের।