Date : 2024-04-27

করোনার হাতিয়ার লকডাউন ?

করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিপর্যস্ত গোটা দেশ। এক দিকে চাহিদার তুলনায় টিকার জোগান কম, অন্যদিকে হাসপাতালে বেড, ওষুধ, অক্সিজেনের জন্য চলছে হাহাকার।এমনকী শ্মশানেও দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানুষকে। এই পরিস্থিতিতে করোনা নিয়ে  স্বত্বঃপ্রণোদিত এক মামলায় শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। তাতেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলিকে লকডাউন নিয়ে চিন্তাভাবনা করতে বলে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে করোনা নিয়ে বেশ কয়েকটি নির্দেশিকাও দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট বলেছে, পরিচয়পত্র নেই, এই অজুহাতে কোনও রোগীকে ফেরানো যাবে না।

তাঁকে হাসপাতালে ভরতি করে প্রয়োজন মতো ওষুধ, অক্সিজেন-সহ অত্যাবশকীয় চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন এক বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে ২ সপ্তাহের মধ্যে রোগী ভরতি নিয়ে এক জাতীয় নীতি তৈরি করতে। এবং সেই নীতি রাজ্যগুলির ক্ষেত্রেও লাগু হবে।