Date : 2024-04-26

নর্থ-ইস্ট রেল কর্তৃপক্ষের উদ্যোগে মহিলাদের সুরক্ষায় শুরু “পিঙ্ক কোচ”…

ওয়েব ডেস্ক: বেশকিছুদিন আগে দিল্লি সরকার একটি আইন তৈরি করেছে যে, এবার থেকে দিল্লি মেট্রো ও বাসে মহিলাদের কোনও ভাড়া লাগবে না।

বিনা ভাড়াতেই তারা যাতায়াত করতে পারবে। তাদের জন্য ব্যবস্থা করা হবে গোলাপি টিকিটের।

এবার উত্তর-পূর্ব রেল এমনই একটি ব্যবস্থা করল একা বা বাচ্চাদের নিয়ে যাতায়াত করা মহিলাদের জন্য। এবার ওই রুটে যাতায়াত করে এমন বেশিরভাগ ট্রেনেই থাকবে শুধু একা মহিলাদের জন্য একটি আলাদা কোচ।

যে কোচটির রং করা হবে গোলাপি। যাতে এই রঙের সাহায্যে তাঁরা সহজেই কোচটিকে চিনতে পারেন। স্লিপার কোচগুলি তাঁরা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন। আবার নাও করতে পারেন।

আপাতত ৬টি দুরপাল্লার ট্রেন যেগুলি বনগাইগাঁও ও গুয়াহাটির পথে যায় এবং ২টি প্যাসেঞ্জার ট্রেন যেটি রাঙ্গিয়া ও মুরকঙ্গসেলেকের পথে যাতায়াত করে, এই ট্রেনগুলিতে এই পিঙ্ক কোচ শুরু হয়েছে।

এই ব্যবস্থাটি বিশেষত করা হয়েছে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য। রেল কর্তৃপক্ষ আশা করছেন তাঁদের উদ্যোগে মহিলাদের একা ভ্রমণে কম অসুবিধা হবে।