Date : 2024-05-11

পরিবার সমেত পশুরাজের বিচরণ

বহাল তবিয়তে তাদের জঙ্গলে বা চিড়িয়াখানায় ঘুরতে দেখা গেছে। কিন্তু রাস্তায় পরিবার সমেত ঘোরাঘুরি বোধহয় তাদের করা হয়ে ওঠে না। তাই পরিবার সমেত পশুরাজ দেখা দিলেন প্রকাশ্য রাস্তায়। গুজরাটের আমেরালিতে দেখা গেল এই দৃশ্য। স্থানীয় সূত্রে জানা যায় পিপাভাও এলাকার রাস্তা ধরে হেঁটে বন্দর এলাকায় পৌঁছে যায় তারা। বন্দরে সিংহের দলকে ঘুরে বেড়াতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। সঙ্গে সঙ্গে তাঁরা বনদপ্তরে খবর দেন।

খবর পেয়েই বন্দরে হাজির হন বনকর্মীরা। বনদফতর সূত্রে জানা যায়, জঙ্গলে থাবার নেই। তাই খাওয়ারের সন্ধানে তারা জঙ্গল থেকে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। মোট ৫টি সিংহকে ঘুরে বেড়াতে দেখা যায়। যেখানে ২টি সিংহ শাবকও ছিল। প্রকাশ্য লোকালয়ে এলেও তারা কারো ক্ষতি করেনি। গুজরাটের আমরেলিতেই রয়েছে গির অরণ্য। আর এই অরণ্যই সিংহদের নিরাপদ বিচরণভূমি। এদিকে চলতি বছরে সেই অরণ্যে সিংহের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জুন মাসের পরিসংখ্যান অনুযায়ী, ৭৩০টি সিংহ রয়েছে এই অরণ্যে। বনকর্মীদের সাহায্যে পরে তাদের উদ্ধার করে ফের জঙ্গলেই ফিরিয়ে দেওয়া হয়।