Date : 2024-04-26

প্রাচীন স্থাপত্যে আঘাত আসতে পারে যখন-তখন, চিন্তিত রাষ্ট্রসংঘ

সেই আঘাত এখনও রয়ে গেছে ইতিহাসের পাতায়। 2001 সালের মার্চে আফগানিস্তানে বামিয়ানের দুটি সুপ্রাচীন বুদ্ধমূর্তি ডিনামাইট দিয়ে একটু একটু করে গুঁড়িয়ে দিয়েছিল তালিবানরা। দু-দশক পরে আফগানভূমের দখল নিয়েছে তালিবানরা। তালিবানিরাজে রক্তপাত, হিংসা চলছে দেশে। এর মধ্যেই দানা বেঁধেছে নতুন আশঙ্কা। বন্দুকধারী তালিবানদের এর পরের টার্গেট কি দেশের স্থাপত্য ও নির্মাণ শিল্প।

ভেঙে যাওয়া বামিয়ানের ঐতিহাসিক স্থাপত্য ফের নতুন করে তৈরি করা হচ্ছে। এখানেই বিপদ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।সম্প্রতি রাষ্ট্রসংঘের সাংস্কৃতিক সংস্থার এক কর্তা জানিয়েছেন নয়া সরকারের নির্দেশ না আসা অবধি থেমে রয়েছে কাজ। 20 বছর আগের ভয়ঙ্কর অভিজ্ঞতা এখনও তাঁদের মনে ভয়ের সঞ্চার তৈরি করে রেখেছে। তালিবানরা যদিও বলে আসছে যে, দেশের স্থাপত্যে আঁচড় লাগতে দেবে না তারা। দেশে যাতে শান্তি বজায় থাকে সেদিকেও দৃষ্টি দেওয়া হবে। তবে বাস্তবে এই কথা কতটা প্রমাণিত হবে তা বলবে সময়।