Date : 2024-03-19

CBI, ED কর্তাদের বিধানসভায় হাজিরা শিথিল করলো হাইকোর্ট।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, রিপোর্টার : নারদ মামলায় ৪ হেভিওয়েট নেতা মন্ত্রী দের গ্রেপ্তার করেছিল সিবিআই যাদের মধ্যে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মন্ত্রী ফিরহাদ হাকিম বিধায়ক মদন মিত্র এবং কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় হেভিওয়েট নেতা মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ নিয়ে তীব্র বিবাদ শুরু হয়েছে। হেভিওয়েট নেতা মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ নিয়ে বারবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাথে সিবিআই এবং ইডি মধ্যে বিবাদ চরমে উঠেছে ।যে কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে এক্তিয়ার বহির্ভূত কাজ করার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা।

কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিধানসভার অধ্যক্ষ ডাকে সাড়া দিয়ে তারা দেখা করবেন কথা বলবেন বিধানসভার অধ্যক্ষের একটি আর সংক্রান্ত মামলায় আপাতত সিবিআই এবং ইডিকে অধ্যক্ষের কাছে হাজিরা দিতে হবে। বৃহস্পতিবার মামলা চলাকালীন রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান বিধানসভার অধ্যক্ষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিছু করেননি তাদের একটি নোটিশ দিয়েছে মাত্র তাই বিধানসভার অধ্যক্ষের সাথে এখনই দেখা করার প্রয়োজন নেই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তাদের । রাজ্যের বক্তব্য শোনার পর বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশ কোর্টের নির্দেশ ছাড়া এখনই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পিবিআই এবং ইডিকে বিধানসভায় যাওয়ার প্রয়োজন নেই। আগামীকাল দুপুর ২টা মামলার পরবর্তী শুনানি ।