Date : 2024-05-02

পুজোয় পরিবর্তিত মেট্রো পরিষেবা

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।ইতিমধ্যেই দুর্গাপুজোয় মেতে উঠতে শুরু করেছে কলকাতা। আর কলকাতার যোগাযোগের অন্যতম মাধ্যম মেট্রো পরিষেবা কেমন থাকবে এক নজরে দেখে নেওয়া যাক।

সপ্তমী, অষ্টমী ও নবমী অর্থাৎ ১২, ১৩ ও ১৪ অক্টোবর – তিনদিন ইস্ট-ওয়েস্ট রুটে চলবে মোট ৬০ টি মেট্রো।

নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, পুজোর এই তিনদিন এই রুটে দুপুর ১২ টা থেকে রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে মেট্রো। সেক্টর ফাইভ থেকে ফুলবাগান এবং ফুলবাগান থেকে সেক্টর ফাইভগামী ট্রেন মিলবে।

দশমীর দিন মেট্রোর সময়সূচিতে একটু বদল আছে। ওইদিন দুপুর ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলবে।

এই চারদিন ৩০ মিনিটের বদলে ২০ মিনিটে চলবে মেট্রো।

তবে কোনও টোকেন দেওয়া হবে না কাউন্টার থেকে।

এখনও স্মার্ট কার্ড নিয়েই যাতায়াত করতে হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে। কোভিড বিধি মেনেই মেট্রোয় চলাচল করতে হবে যাত্রীদের।

সপ্তমী থেকে নবমী পর্যন্ত সকাল ১০টা থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত যাত্রীদের সুবিধায় মেট্রো চালাবে কর্তৃপক্ষ।

দশমীর দিন একটু দেরিতে শুরু হবে মেট্রো চলাচল। ওইদিন দুপুর ২টোয় মিলবে প্রথম মেট্রো।

মাস্ক ছাড়া মেট্রোয় নো-এন্ট্রি।

পুজোর দিনগুলোতে বাড়ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সংখ্যাও।সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত বাড়তি মেট্রো পরিষেবা মিলবে পুজোর চারটি দিন।এবার ইস্ট-ওয়েস্ট রুটেও উৎসবের দিনগুলোয় বাড়তি পরিষেবা দেওয়ায় খুশি যাত্রীরা।