Date : 2024-04-26

কলকাতা পুর ভোটে,ভোটারের নিরাপত্তায় কি কেন্দ্রীয় বাহিনী?উত্তর মিলবে বুধবার

ষষ্ঠী চট্টোপাধ্যায়, রিপোর্টার: কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হোক কলকাতা পুরসভা র।রাজ্য ও কলকাতা পুলিশ শাসক দলের ইন্ধনে কাজ করছে বলে অভিযোগ বিজেপি
রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করা হোক।কলকাতা পুর সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে।প্রচারে বাঁধা দেওয়া হচ্ছে।পুলিশ কোন অভিযোগ নিচ্ছেন না বলে বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে অভিযোগ করলেন বিজেপির পক্ষের আইনজীবী এস এস কাপুর
রাজ্য সরকারের পক্ষ থেকে এডভোকেট জেনারেল সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায়ের বক্তব্য সকালেই প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন প্রতি বুথে সিসিটিভি ক্যামেরা থাকছে।
সম্প্রতি ত্রিপুরা রাজ্যের স্থানীয় নির্বাচন হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়েই সেখানে কি অশান্তি সৃষ্টি হয় নি? তাহলে কেন কেন্দ্রিয় বাহিনী?
ইতি মধ্যে ৫টি অভিযোগ জামা দেওয়ার হয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।ইতি মধ্যেই মহানগরীর নির্বাচনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
ত্রিপুরা নির্বাচনের ক্ষেত্রে ত্রিপুরা নির্বাচন কমিশনের পক্ষ থেকেই কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল।এরাজ্যে ক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয় নি.. এডভোকেট জেনারেল*
এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ও রাজ্য সরকারের পক্ষ থেকে কিকি পদক্ষেপ নেওয়া হয়েছিল প্রশ্ন বিচারপতি র। বিজেপি পক্ষের আইনজীবী এস এস কাপুর জানান ১,লা ডিসেম্বর প্রথম অভিযোগ করা হয়েছিল ৫জন প্রার্থী।তাঁরা তাঁদের নিরাপত্তা চেয়ে আবেদন জানায় পুলিশের কাছে
ভারতীয় জনতা পার্টির পক্ষথেকে যে মামলা করা হয়েছে তাঁর গ্রহণযোগ্য তা নিয়ে আমার প্রশ্ন আছে বলে জানিয়েছেন এডভোকেট জেনারেল
কলকাতা পুরোনির্বাচন নিরাপত্তা নিয়ে নির নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি ব্যবস্থাপনা করেছেন আগামীকাল বুধবার সকালে আদালতে জানাবেন রাজ্য নির্বাচন কমিশন*