Date : 2024-05-08

ঠান্ডা কী তাহলে পড়েই গেল…… কী জানাচ্ছে আবহাওয়া দফতর ?

ওয়েব ডেস্ক : শনিবার মধ্যরাত থেকেই তাপমাত্রা নামার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। ৩ থেকে ৪ ডিগ্রি মতো তাপমাত্রা নামতে পারে। ফলে ডিসেম্বর মাঝামাঝি এসে ঠান্ডা উপভোগ করতে পারে শহরবাসী। গত কয়েক দিনে নিম্নচাপের জন্য বাংলায় তাপ মাত্রা বেড়ে গিয়েছিল। কিন্তু নিম্নচাপ কমতেই আবহাওয়ার পারদ নামতে শুরু করেছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কনকনে ঠান্ডা একবারে না পড়লেও সর্বনিম্ন তাপমাত্রা একলাফে ৩ থেকে ৪ ডিগ্রি মতো কমতে পারে। তার জেরে ভালোই ঠান্ডা উপোভোগ করবে রাজ্যবাসী। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালো ঠান্ডার পূর্বাভাস দেওয়া হচ্ছে। এই মুহুর্তে রাজ্যে বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই। ভোরের আকাশ মেঘলা থাকতে পারে। তা ছাড়া কুয়াশার দাপটও লক্ষ্য করা যাবে। ফলে গাড়ি চলাচলে সমস্যা হতে পারে। এই মুহুর্তে দার্জিলিং এর তাপমাত্রা সর্বনিম্ন ৬.৯ ডিগ্রি হতে পারে। কালিম্পংয়ের তাপমাত্রা ১১ ডিগ্রি। এই সময় উত্তরবঙ্গে প্রচুর পর্যটকরা বেড়াতে যান। ফলে এই ঠান্ডা বাড়ার খবর তাদের জন্য আনন্দের।